1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাষা আন্দোলন

২১ ফেব্রুয়ারি ২০১২

আজ মহান একুশে ফেব্রুয়ারি৷ ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য রক্ত দিয়েছিল এদেশের মানুষ৷ সেই ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তির বছর৷ আর এই বছরেই শুদ্ধ বাংলা ভাষা বা মান ভাষার দাবি প্রবল হয়ে উঠেছে৷

https://p.dw.com/p/146GH
ছবি: AP

একুশের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী৷ এর পর রাতেই সব শ্রেণীর মানুষের ঢল নামে শহীদ মিনারে৷ আর এই শ্রদ্ধার্ঘ্য অর্পণ চলবে আজ সারা দিন৷ বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক৷

ভাষা আন্দোলনের ৬০ বছরেও এখনো বাংলা মান ভাষা প্রতিষ্ঠিত হয়নি৷ বরং এর ওপর চলছে নানা ভাষার আগ্রাসন৷ বিকৃত উচ্চারণে বাংলাকে অপমান করা হচ্ছে৷ আর অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী এর জন্য দায়ী করেন কিছু এফএম রেডিও, গণমাধ্যম, নাট্যকার ও বিদেশি টেলিভিশন চ্যানেলের প্রভাবকে৷

বাংলা ভাষার গবেষক অধ্যাপক মঞ্জুর মোরশেদ বলেন, খোদ রাজধানী ঢাকায়ও বাংলা মান ভাষা বলতে কিছু নেই৷ এর অবসান হওয়া প্রয়োজন৷

ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের উচ্চ আদালত বিষয়টি অনুধাবন করেছেন৷ তাই তারা বেতার ও টেলিভিশনকে মান ভাষা অনুসরণের নির্দেশ দিয়েছে৷ তবে এজন্য সবাইকে দায়িত্ব নিতে হবে৷

এই দু'জন শিক্ষাবিদ জানান, বাংলা মান ভাষা কথায় এবং লেখায় প্রতিষ্ঠিত করতে এখনই উদ্যোগ না নিলে বাংলা ভাষাকে এক সময় চেনা যাবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য