ভিডিও ভাইরাল করা শেখাবে বিশ্ববিদ্যালয়
২৪ জুন ২০১৭জিয়াং মেঙ্গা একজন শিক্ষার্থী৷ ২১ বছর বয়সি এই শিক্ষার্থী ক্লাসে শেখা দক্ষতা কাজে লাগিয়ে তাঁর ক্যাম্পাসের এখানে-সেখানে ঘোরাফেরা করেন৷ এ সময় তাঁর হাতে থাকে সেলফি স্টিক, যা প্রায় সব সময় উপরেই উঠানো থাকে৷ তিনি তাঁর তাৎক্ষণিক চিন্তাগুলো ‘লাইভ’ করেন৷ মাঝে মাঝেই ক্যামেরার দিকে শূন্যে চুম্বন ছুড়ে দেন৷
চীনে প্রায় ৭০ কোটি স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে৷ তাদের সঙ্গে যোগাযোগে ব্যবহার করা হয় এই দক্ষতা৷ এই কাজে নিয়োজিতদের বলা হয় ‘ওয়াংহং’৷ এদেরকে ঘিরে গড়ে উঠেছে বিলিয়ন ডলারের শিল্প৷ সুতরাং এটা প্রভাবিত করেছে বিশ্ববিদ্যালয়ের কারিকুলামকেও৷
ওয়াইআইডাব্লিউইউ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল কলেজে জিয়াং মেঙ্গার আরো ৩৩ জন সহপাঠী রয়েছে৷
কিভাবে আরো কেতাদুরস্ত পোশাক পরা যাবে, মেক-আপ প্রয়োগ করা যাবে, ক্যামেরায় কিভাবে কাজ করতে হবে ইত্যাদি সেখানকার ক্লাসরুমে শেখানো হয়৷ একইসঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় বিভিন্ন বিলাসবহুল ব্র্যান্ডের সঙ্গেও৷
জিয়াং বলেন, যে পোশাকে আমাকে সুশ্রী দেখাবে এবং সুন্দর সুন্দর ছবি তুলতে পারবো–আমি তেমন পোশাক পরতে চাই৷ এই শিক্ষা সত্যিই আমার জন্য খুব উপযোগী৷
তিনি সাংহাইয়ের নিকটবর্তী এই কলেজে ‘মডেলিং এবং অ্যাটিকেট’-এ মেজর নিয়ে পড়ছেন৷
নাচের শিক্ষক হুউ শিয়াওনান বলেন, ই-কমার্স ইন্ডাস্ট্রি খুব দ্রুত অগ্রসর হচ্ছে৷ এ কারণে এই বিষয়ে পড়ুয়াদের চাহিদাও বাড়ছে৷
২০ বছর বয়সি ওয়াং শিন প্রথমে পড়তে গিয়েছিলেন অ্যাকাউন্টিং৷ সেখান থেকে মেজর বদলে এই বিষয়ে চলে এসেছেন৷
ওয়াং হুউহুউ এবং তাঁর বন্ধু ওয়াং রুহানকে এই শিক্ষার্থীরা অনুসরণ করার চেষ্টা করে৷
ভালো ভালো ফ্যাশন এবং কোথায় সেটা পাওয়া যাবে – তা নিয়ে তাঁরা গত বছর চীনের সামাজিক যোগাযোগের মাধ্যমে ওই জুটি পোস্ট দেয়া শুরু করেন৷ এই শখ এক সময় উপার্জনের উপায় হয়ে যাবে, শুরুতে তারা এটা ভাবতেও পারেননি৷
তাঁদের এই পোস্ট দ্রুতই লাখ লাখ মানুষের দৃষ্টি আকর্ষণ করে৷ বিক্রেতারা স্বীকৃতি পেতে ব্যস্ত হয়ে পড়ে৷ এখন তাঁরা তাঁদের সাইবার-খ্যাতি কাজে লাগিয়ে অর্থ উপার্জন করছেন৷ প্রতিষ্ঠা করেন একটি ই-কমার্স ফ্যাশন ব্যবসা৷
ওয়াং হুউহুউ বলেন, ‘‘আমি এমন একটি আকর্ষণীয় আইটেম খুঁজে বের করি, যেটা আমি পরবো৷ সেটার ছবি তুলে ব্লগে পোস্ট করে দেই৷ এরপর মানুষ সত্যিই সেখানে যাবে এবং সেটা ক্রয় করবে৷’’
ইন্টারনেট কনসালটেন্সি অ্যানালাইসিস ইন্টারন্যাশনালের মতে চীনের ওয়াংহং শিল্পের মূল্য এখন ৭ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার৷ ২০১৮ সাল নাগাদ তা দ্বিগুন হয়ে যাবে৷
এএফপি/এসএন (এএফপি)
প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে লিখুন নীচে মন্তব্যের ঘরে৷