1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাস্তার ওপরেই ট্রাফিক লাইট!

২৮ এপ্রিল ২০১৬

জার্মানির এক শহরে স্মার্টফোন ব্যবহারকারীদের সুবিধার জন্য অভিনব এক ব্যবস্থা চালু করা হয়েছে৷ ফলে স্মার্টফোন ব্যবহারের সময় রাস্তা পার হতে ট্রাফিক লাইট দেখতে এখন আর উপরে তাকানোর প্রয়োজন হচ্ছে না৷

https://p.dw.com/p/1IeUt
রাস্তার ওপরে ট্রাফিক লাইট
ছবি: picture-alliance/dpa/Stadtwerke Augsburg/T. Hosemann

কারণ রাস্তাতেই লাইট বসানো হয়েছে৷ ফলে স্মার্টফোনের দিকে চোখ থাকলেও ট্রাফিক লাইটে লাল, হলুদ নাকি সবুজ আলো জ্বলছে সেটি দেখা যাচ্ছে৷

আউগসবুর্গ শহরের দু'টি ব্যস্ত মেট্রো স্টেশন এলাকা এই ব্যবস্থা চালু করা হয়েছে৷ ১৫ বছরের একটি মেয়ে স্মার্টফোন ব্যবহারের সময় রাস্তা পার হতে গিয়ে ট্রামের ধাক্কায় নিহত হওয়ার পর এই ধরনের ট্রাফিক লাইট স্থাপনের পরিকল্পনা করা হয়৷

শহর কর্তৃপক্ষের মুখপাত্র স্টেফানি লার্মেন জার্মানির সংবাদভিত্তিক টিভি চ্যানেল এনটিভিকে বলেন, ‘‘এর ফলে মনোযোগের বিষয়টি একেবারে নতুন উচ্চতায় উঠে গেছে৷'' তাঁর কথার সত্যতার কিছুটা প্রমাণ পাওয়া যায় সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে৷ বার্লিন সহ ইউরোপের কয়েকটি শহরে পরিচালিত সেই গবেষণায় দেখা গেছে, প্রায় ২০ শতাংশ পথচারী রাস্তা পারাপারের সময় তাদের স্মার্টফোনের কারণে অন্যমনস্ক অবস্থায় থাকে৷

তবে জার্মানির আরেক সংবাদপত্র ‘স্যুডডয়চে সাইটুং' বলছে, অনেকেই এরকম ট্রাফিক ব্যবস্থাকে করদাতাদের অর্থের অপচয় বলে মনে করছে৷

এর আগে ২০১৪ সালে চীনের একটি শহরে স্মার্টফোন ব্যবহারকারীদের চলাচলের জন্য আলাদা লেন নির্ধারণ করে দেয়া হয়েছিল৷ সেই সময় শহরের এক কর্মকর্তা বলেছিলেন, ‘‘ফুটপাতে অনেক বয়স্ক ও শিশুরা হাঁটাহাঁটি করে৷ তাদের সঙ্গে যেন স্মার্টফোন ব্যবহারকারীদের সংঘর্ষ না বাধে সেজন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে৷

গত বছর যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ের সিঁড়িতে ফোন থেকে ক্ষুদে বার্তা পাঠানোরতদের হাঁটার জন্য আলাদা অংশ নির্ধারণ করে দেয়া হয়৷

জেডএইচ/ডিজি (ওয়াশিংটন পোস্ট, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান