রাস্তার ওপরেই ট্রাফিক লাইট!
২৮ এপ্রিল ২০১৬কারণ রাস্তাতেই লাইট বসানো হয়েছে৷ ফলে স্মার্টফোনের দিকে চোখ থাকলেও ট্রাফিক লাইটে লাল, হলুদ নাকি সবুজ আলো জ্বলছে সেটি দেখা যাচ্ছে৷
আউগসবুর্গ শহরের দু'টি ব্যস্ত মেট্রো স্টেশন এলাকা এই ব্যবস্থা চালু করা হয়েছে৷ ১৫ বছরের একটি মেয়ে স্মার্টফোন ব্যবহারের সময় রাস্তা পার হতে গিয়ে ট্রামের ধাক্কায় নিহত হওয়ার পর এই ধরনের ট্রাফিক লাইট স্থাপনের পরিকল্পনা করা হয়৷
শহর কর্তৃপক্ষের মুখপাত্র স্টেফানি লার্মেন জার্মানির সংবাদভিত্তিক টিভি চ্যানেল এনটিভিকে বলেন, ‘‘এর ফলে মনোযোগের বিষয়টি একেবারে নতুন উচ্চতায় উঠে গেছে৷'' তাঁর কথার সত্যতার কিছুটা প্রমাণ পাওয়া যায় সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে৷ বার্লিন সহ ইউরোপের কয়েকটি শহরে পরিচালিত সেই গবেষণায় দেখা গেছে, প্রায় ২০ শতাংশ পথচারী রাস্তা পারাপারের সময় তাদের স্মার্টফোনের কারণে অন্যমনস্ক অবস্থায় থাকে৷
তবে জার্মানির আরেক সংবাদপত্র ‘স্যুডডয়চে সাইটুং' বলছে, অনেকেই এরকম ট্রাফিক ব্যবস্থাকে করদাতাদের অর্থের অপচয় বলে মনে করছে৷
এর আগে ২০১৪ সালে চীনের একটি শহরে স্মার্টফোন ব্যবহারকারীদের চলাচলের জন্য আলাদা লেন নির্ধারণ করে দেয়া হয়েছিল৷ সেই সময় শহরের এক কর্মকর্তা বলেছিলেন, ‘‘ফুটপাতে অনেক বয়স্ক ও শিশুরা হাঁটাহাঁটি করে৷ তাদের সঙ্গে যেন স্মার্টফোন ব্যবহারকারীদের সংঘর্ষ না বাধে সেজন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে৷
গত বছর যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ের সিঁড়িতে ফোন থেকে ক্ষুদে বার্তা পাঠানোরতদের হাঁটার জন্য আলাদা অংশ নির্ধারণ করে দেয়া হয়৷
জেডএইচ/ডিজি (ওয়াশিংটন পোস্ট, এপি)