ভুয়া ক্যামেরা বসিয়ে অভিযুক্ত, অবশেষে রেহাই
১৪ ডিসেম্বর ২০১৮সোমবার কোলনের একটি আদালত ৩৬ বছর বয়সি ইয়ানিক ইয়ুংয়ের বিরুদ্ধে ফৌজদারি ঐ মামলা খারিজের নির্দেশ দেয় আদালত৷ ইয়ুং তাঁর বাড়ির সামনে গতি নিয়ন্ত্রক একটি ভুয়া ক্যামেরা বসিয়েছিলেন৷তাঁর দাবি, বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় প্রতিটি গাড়ি গতি বাড়িয়ে দেয়৷ ফলে তাঁকে বাধ্য হয়ে ঐ ক্যামেরা বসাতে হয়েছে, যাতে গাড়ি চালকরা ওটা দেখে গতি কমান৷
ইয়ুং পেশায় মিস্ত্রী৷ কোলনের উত্তরে একটি বাড়িতে দুই শিশু সন্তান নিয়ে থাকেন তিনি৷ গাড়িগুলো এত দ্রুত চলে যে তাঁর সন্তানরা রাস্তা পার হতে ভয় পেতো৷ বছরখানেক আগে তাঁর বাড়ির সামনে একটি ক্যামেরা বসান, যার সামনে লেখা ছিল গতিসীমা ঘণ্টায় ৩০ কিলোমিটার৷ এরপর এক গাড়ি চালক ব্যাপারটি লক্ষ্য করে পুলিশকে জানালে মামলাটি আদালত পর্যন্ত গড়ায়৷
আদালত অভিযোগ আমলে নিলে ইয়ুংয়ের জরিমানাসহ দুই বছরের কারাদণ্ড হতো৷ ইয়ুং শুনানিতে বলেন, ‘‘আমি মানুষকে মনে করিয়ে দিতে চেয়েছিলাম, আবাসিক এলাকায় গাড়ির গতিসীমা ঘণ্টায় ৩০ কিলোমিটারের বেশি হওয়া উচিত নয়৷ কোনো অপরাধ করা আমার উদ্দেশ্য ছিল না৷''
আদালতের ভাষ্য মতে, ক্যামেরা বসানোর আগে ইয়ুং বহুবার স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশকে বিষয়টা জানিয়েছিল৷ সেখানে উল্লেখ করা ছিল যে, ঐ এলাকায় একটি কিন্ডারগার্টেন এবং একটি সেকেন্ডারি স্কুল রয়েছে৷ কিন্তু কর্তৃপক্ষ সেই অভিযোগ আমলে নেয়নি৷
পুলিশ জানিয়েছে, তাঁরা ৩০ দিনের জন্য গতি নির্ধারক একটি যন্ত্র বসিয়েছিল সেখানে৷ তখন ঘণ্টায় ৩৩ কিলোমিটার গতি রেকর্ড করা হয়েছিল৷ এ কারণে তাঁরা আর কোনো পদক্ষেপ নেননি৷ বিচারক তাঁর রায়ে বলেন, ইয়ুংয়ের কর্মকাণ্ড শাস্তিযোগ্য, কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে, কারো ক্ষতি করার উদ্দেশ্যে ইয়ুং এটা করেননি৷ এ কারণে তাঁকে অব্যাহতি দেয়া হলো৷
এপিবি/এসিবি (ডিপিএ)