‘অ্যাক্টিবাম্প' – অদ্ভূত এক স্পিডব্রেকার
১০ আগস্ট ২০১৬‘স্পিডব্রেকার' – উঁচু-নীচু, খাঁড়া, মোটা – দ্রুত গতিতে ছুটে আসার গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য রাস্তায় রাস্তায় এ জিনিসটি আমাদের বেশ পরিচিত৷ তবে দক্ষিণ এশিয়ায় এই স্পিডব্রেকারগুলো অনেকক্ষেত্রেই মানুষকে নিরাপত্তা দেয়ার পরিবর্তে দুর্ঘটনার দিকে ঠেলে দেয়, প্রতিদিনই কোনো কোনো রাস্তায় স্পিডব্রেকারের কারণে ঘটে ছোট-বড় দুর্ঘটনা৷
তাই ঢাকা বা কলকাতার রাস্তায় স্পিডব্রেকার অচিরেই হয়ে ওঠে মরণ ফাঁদ৷ অথচ মানুষকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় করার জন্য তো তৈরি করা হয় স্পিডব্রেকার, তাই নয় কি?
হ্যাঁ, এ কারণেই সুইডেনের ‘এডেভা এবি' কোম্পানি তৈরি করেছে একটি অত্যাধুনিক স্পিডব্রেকার৷ নাম – ‘অ্যাক্টিবাম্প'৷ এটি দূর থেকেই গাড়ির গতি নির্ধারণ করে এবং গাড়ি-ট্রাক-বাস যদি অতিরিক্ত গতিতে এগিয়ে আসে, একমাত্র তবেই ‘অ্যাক্টিভ' হয়৷ অর্থাৎ আপনি যদি নির্ধারিত গতিবিধি মেনে চলেন, তবে ‘অ্যাক্টিবাম্প'-এর ফলে আপনি কোনোরকম ‘বাম্প' অনুভবই করবেন না৷ সুতরাং ট্যাফিক আইন মেনে চলা চাই৷
তাছাড়া ‘অ্যাক্টিবাম্প' একইসঙ্গে পরিবেশ বান্ধব এবং শব্দদূষণও এতে হয় না৷ রাস্তায় এটি এমনভাবে বসানো হয়, যাতে একমাত্র সেই গাড়িগুলিই ধাক্কা খায় যারা অতিরিক্ত দ্রুত গতিতে চলছে৷
ঠিক কীভাবে? ভিডিও-টা ক্লিক করলেই বুঝতে পারবেন...৷ দেখে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু!
ডিজি/এসবি