‘ভয়ের সংস্কৃতি’ আর ‘স্বেচ্ছা নিয়ন্ত্রণ’
২৯ অক্টোবর ২০১৫ইদানীং প্রতিবেদন তৈরি করতে গিয়ে এক অদ্ভুত সমস্যার মুখোমুখি হচ্ছি আমি, আমার সহকর্মীরা৷ কোন বিষয় নিয়ে অনুসন্ধান করতে গেলে অনেক তথ্য পাওয়া যায়৷ কিন্তু সেসব তথ্য লিখতে গেলেই যত বাধা৷ সুন্দর করে একটি বিষয় বলার পর বক্তব্যদাতা বলে দেন, ভাই আমার নাম উল্লেখ করে এসব লিখবেন না কিন্তু৷ বোঝেনইতো যা অবস্থা এখন৷
আমার সহকর্মী, ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি হারুন উর রশীদ সেদিন গুরুত্বপূর্ণ এক বিষয়ে বক্তব্য নেবার জন্য এক জায়গায় ফোন করলেন৷ ওয়েবসাইটে পাওয়া নম্বরে ফোন করার পর একজন সেই ফোন ধরলেন, কথা বললেন৷ তবে শেষে বলে দিলেন যা বলেছি তা লিখবেন না৷ পাশাপাশি সেই ব্যক্তি নিজের পরিচয় না দিয়ে আমার সহকর্মীকে চায়ের দাওয়াত দিয়েছেন৷ বলেছেন, তিনি তাঁর পরিচয় নিশ্চিত হতে চান৷ তবে তার বলার ভঙ্গি মোটেই ইতিবাচক ছিল না৷
বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এক পত্রিকার সম্পাদকের সঙ্গে আমার এক সহকর্মীর কথোপকথন শুনছিলাম৷ তাঁর পত্রিকা সমস্যায় পড়েছে৷ অনানুষ্ঠানিকভাবে সবাই জানাচ্ছে সমস্যা কোথায়৷ কিন্তু তিনি কারা সমস্যা তৈরি করেছে তা চমৎকারভাবে এড়িয়ে গেলেন৷ সমস্যা যে হচ্ছে এবং ভবিষ্যতে তা বাড়বে সেটা জানিয়েছেন পরিষ্কারভাবেই৷ আমি অবাক হয়েছি৷ যার কথা বলছি, তিনি আমাদের মতো সাংবাদিকদের জন্য আদর্শ৷ বুঝতে পারি, কতটা ভয়, কতটা আতঙ্ক সৃষ্টি হয়েছে দেশে, যে এত উঁচু মাপের একজন সম্পাদককে সযত্নে সবার জানা সত্যটা আনুষ্ঠানিক বক্তব্যে এড়িয়ে যেতে হচ্ছে৷ অথচ সাহসী সাংবাদিকতার জন্য তাঁর পত্রিকা পরিচিত, তাঁর পত্রিকার বিশ্বাসযোগ্যতা সবচেয়ে বেশি৷
এত গেল মূলধারার পত্রিকার কথা৷ ব্লগের পরিস্থিতি আরো উদ্বেগের৷ তালিকা ধরে চলতি বছর খুন হয়েছেন চার ব্লগার৷ ইন্টারনেটে লেখালেখির উপরে এটা কত বড় ধাক্কা তা যারা এসব নিয়ে ঘাঁটাঘাটি করেন, তারা ভালো বোঝেন৷ বাংলাদেশে বড় কোন ঘটনা ঘটলে আগে যতটা প্রতিক্রিয়া হতো, এখন আর তা হয়না৷ নামজাদা ব্লগারদের মধ্যে ‘স্বেচ্ছা নিয়ন্ত্রণ' চলে এসেছে৷ রাজনৈতিক, ধর্মীয় বিষয়াদি নিয়ে লেখালেখি অনেক কমে গেছে৷ অকালে কে জীবন হারাতে চাইবে বলুন৷
যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি পর্যবেক্ষক সংগঠন ফ্রিডম হাউসের এক রিপোর্ট প্রকাশ হয়েছে গতকাল৷ রিপোর্টটা তৈরির সময় সংশ্লিষ্ট একজন আমার সঙ্গে যোগাযোগ করেছিল৷ আগেই জানতাম, তারা পরিস্থিতি কিছুটা তুলে ধরবেন৷ তবে এই রিপোর্টে যা প্রকাশ হয়েছে, বাস্তব অবস্থা তারচেয়ে অনেক খারাপ৷ সমস্যা হচ্ছে, এটা সবাই জানে, কিন্তু আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে চাইবে না৷ বোঝেনতো, দেশেই যা অবস্থা...৷
আপনি কি কিছু বলতে চান? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷