1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মডেলিং ও স্বাস্থ্য

২২ মার্চ ২০১২

ইসরায়েলে সোমবার নতুন একটি আইন পাশ হয়েছে৷ এই আইন অনুযায়ী রুগ্ন মডেলদের কোন ধরণের বিজ্ঞাপণে ব্যবহার করা যাবে না৷

https://p.dw.com/p/14Ob0
Dünnes Model Magermodel dünn magerছবি: AP

ইসরায়েলে যেসব মডেলদের ব্যবহার করা হয়, তারা সবাই রুগ্ন এবং তাদের ওজন অস্বাভাবিকভাবে কম৷ এছাড়া কম্পিউটারের সাহায্যে এসব মডেলদের আরো রুগ্ন দেখানো হয় বিভিন্ন বিজ্ঞাপণে৷ তবে আইনে উল্লেখ করা হয়েছে যদি কোন মডেলকে আরো রুগ্ন দেখানো হয় তাহলে তা জানাতে হবে৷ এর মধ্যে পুরুষ এবং মহিলা দুই ধরণের মডেলই রয়েছে৷

Dünnes Model Magermodel dünn mager
এমন রুগ্ন মডেলের ব্যবহার বন্ধ করতে চায় ইসরায়েলছবি: AP

রুগ্ন মডেলদের কাজ দেয়ার জন্য এবং তাদের রুগ্ন করে রাখার জন্য ফ্যাশন ইন্ডাস্ট্রিগুলোকে দায়ী করা হয়৷ নতুন এই আইনে বলা হয়েছে প্রয়োজনের তুলনায় কোন মডেল যদি বেশি রুগ্ন বা হালকা হয়, তাহলে এর জন্য ফ্যাশন কোম্পানি দায়ী থাকবে৷ কোন মডেল যদি অ্যানোরেক্সিয়া এবং বুলেমিয়ায় ভোগে তাহলেও দায়ী করা হবে কোম্পানিগুলোকে৷

সাংসদরা মনে করছেন, নতুন এই আইনের ফলে হয়তো স্বাস্থ্য সম্মত, সুস্বাস্থ্যের অধিকারী এরকম মডেলদের তারা জনসম্মুখে হজির করতে পারবেন৷

ইসরায়েলে ১৪ থেকে ১৮ বছর বয়সের মেয়েদের মধ্যে দুই শতাংশ মেয়ে খাওয়া-দাওয়ায় চরমভাবে অনিয়ম মেনে চলে৷ কারণ তারা মডেলদের মতো রোগা-পাতলা হতে চায়৷

নতুন আইন অনুযায়ী, প্রতিটি মডেলকে চিকিৎসকের কাছ থেকে সার্টিফিকেট আনতে হবে৷ এবং প্রতি তিন মাস পরপর মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট ফ্যাশন কোম্পানির কাছে দিতে হবে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে নিয়ম বেধে দিয়েছে তা মেনে চলা হবে জানিয়েছে ইসরায়েল৷ 

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য