মদ্যপান নিয়ে নতুন আশঙ্কা
১২ জুলাই ২০১৪গবেষকরা আগে বলতেন এক বা দুই পেগ মদ খেলে রক্তচাপ বাড়ে না, ক্ষতিগ্রস্ত হয় না হৃৎপিণ্ড৷ কিন্তু শুক্রবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, পরিমিত পরিমাণে মদ্যপান করলেও এ সমস্যা দেখা দিতে পারে৷ যারা স্বল্প পরিমাণে মদ্যপান করেন, তাদের তুলনায় যারা একেবারেই মদ খান না, তাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায় এবং উচ্চ রক্তচাপের ঝুঁকিও কম থাকে তাঁদের৷
ব্রিটিশ মেডিকেল জার্নালের ঐ প্রতিবেদনে গবেষকরা ইউরোপের বিভিন্ন দেশের ২ লাখ ৬০ হাজার মানুষের উপর গবেষণা করেছেন৷ মদ্যপানের মাত্রা এবং মানবদেহের উপর প্রভাব দেখা হয়েছে গবেষণায়৷ বিশেষ করে এডিএইচওয়ানবি জীনের উপর মদের প্রভাব দেখার চেষ্টা করেছেন৷ গবেষণায় দেখা গেছে যারা অল্প মদ্যপান করেন তাদের চেয়ে যারা মদ্যপান করেন না তাদের হৃদরোগের সম্ভাবনা ১০ ভাগ কমে যায়৷
মদপানে হৃৎপিণ্ডের সংকোচন-প্রসারণের প্রক্রিয়া অনিয়মিত হয়ে পরে বলে এর আগেও জানিয়েছিলেন চিকিৎসকরা৷ নিয়মিত পান করলে এ অবস্থার আরো অবনতি হতে পারে৷ এর আগে গবেষকরা বলেছিলেন, হৃৎপিণ্ডে কোলেস্টোরল জমে যাওয়া থেকে মুক্ত থাকতে হলে সপ্তাহে এক বা দু'বার মদপান করে যেতে পারে৷ বয়স, শরীরের ওজন ও ধূমপানের অভ্যাসের ভিন্নতা থাকার পরেও মদ্যপানের ফলে অনিয়মিত হৃৎস্পন্দনের সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রায় ১৪ শতাংশ৷
এপিবি/এসবি (এপি, এএফপি)