1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মন্ত্রীদের বক্তব্যের কারণে আন্দোলনের বিভক্তি দূর

১০ এপ্রিল ২০১৮

দুই মন্ত্রীর বক্তব্যের পর আন্দোলনে ফিরে আসার ঘোষণা দিলেন সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পুরনো নেতারা৷ মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মলেনে এই ঘোষণা দেন তাঁরা৷

https://p.dw.com/p/2vn8P
ছবি: bdnews24.com

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন, সড়ক অবরোধসহ সব ধরনের বিক্ষোভ চালিয়ে যাওয়ারও কর্মসূচি ঘোষণা করেছেন ঐ নেতারা৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মলেনে পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর বলেন, ‘‘গতকাল সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারের শীর্ষ পর্যায়ের অনুরোধে আমরা কর্মসূচি ৭ মে পর্যন্ত স্থগিত করার ঘোষণা করেছিলাম৷ কিন্তু কাল সংসদে দাঁড়িয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ৮০ শতাংশ আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের রাজাকারের বাচ্চা বলে গালিগালাজ করেন৷ এরপর আজ বিকেলে আমাদের অর্থমন্ত্রী বলেছেন, বাজেটের আগ পর্যন্ত কোটা সংস্কার সম্ভব নয়৷ এই দীর্ঘমেয়াদি প্রক্রিয়া আমরা মানি না৷’’

প্রধানমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট কোনো নির্দেশনা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানান তাঁরা৷

সোমবার বিকেলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়া হয়েছিল

জেডএইচ/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)