মাদক বিরোধী যুদ্ধ
১৪ অক্টোবর ২০১২জুরাকির পরিচালিত এই ছবিটি ইতিমধ্যে বোদ্ধাদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে৷ গত জানুয়ারি মাসে সানড্যান্স ফিল্ম ফেস্টিভেলে এটি গ্র্যান্ড জুরির প্রাইজ পেয়েছে৷ অ্যামেরিকার মাদক জগতের অন্ধকার দিক আর মার্কিন কর্তৃপক্ষের মাদক বিরোধী নিষ্ফল অভিযানের কথা নিয়ে তৈরি হয়েছে এই তথ্যচিত্র৷ এতে বলা হয়েছে মার্কিন কর্তৃপক্ষ এখন পর্যন্ত এক ট্রিলিয়ন ডলারের বেশি খরচ করেছে মাদক চক্রের বিরুদ্ধে৷ ১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত সাড়ে চার কোটি মানুষকে গ্রেফতার করা হয়েছে মাদক বিরোধী অভিযানে৷ তারপরও মাদকের ছোবলে জর্জরিত গোটা মার্কিন সমাজ৷
‘দ্য হাউস আই লিভ ইন' ছবিটি দেখার পর নতুন করে উপলব্ধি করতে পেরেছেন হলিউড তারকা ব্র্যাড পিট৷ তাই মার্কিন কর্তৃপক্ষের মাদক নীতিকে ‘হেঁয়ালি' বলে কঠোর সমালোচনা করলেন তিনি৷ মার্কিন সরকারের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ'কে একটি ব্যর্থ কৌশল বলে মনে করেন পিট৷ তিনি বলেন, ‘‘এর কোন অর্থই হয় না৷ বরং এটা এই সমস্যাকে আরও চিরস্থায়ী করেছে৷ আমাদেরকে এই নীতি নিয়ে নতুন করে ভাবতে হবে এবং এটা শুরু করতে হবে এখনই'', বলেন ব্র্যাড পিট৷
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ গোটা বিশ্বের জনসংখ্যার মাত্র ৫ শতাংশ৷ অথচ এই দেশেই কারাগারে বন্দির সংখ্যা গোটা বিশ্বের ২৫ শতাংশ৷
আরআই/এএইচ (রয়টার্স)