মানব পাচারের বিরুদ্ধে বলিউড ছবি করতে চান অনিল কাপুর
২০ সেপ্টেম্বর ২০১১এই একবিংশ শতাব্দীতেও এমন কিছু বর্বরোচিত প্রথা রয়ে গেছে, যা মানব সভ্যতার উপর বড় এক কলঙ্ক৷ সেই কলঙ্ক সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তা দূর করার প্রচেষ্টায় খ্যাতিমান ব্যক্তিরা এগিয়ে এলে মানুষ কিছুটা নড়েচড়ে বসে৷ মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিএনএন ‘ফ্রিডম প্রজেক্ট' নামের এক উদ্যোগের আওতায় সেই কাজ করার চেষ্টা করছে৷ হলিউড তারকা ডেমি মুর ও বলিউড তারকা অনিল কাপুর এই কর্মযজ্ঞে শামিল হয়েছেন৷
রাজস্থানের ভরতপুর জেলায় এক ঘৃণ্য প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন অনিল কাপুর৷ সেই জেলার কিছু গ্রামের মানুষ নিজেদের ঘরের মেয়েদের বিক্রি করে দেয়৷ তারপর যৌনকর্মী হিসেবে তাদের কাজ করতে বাধ্য করা হয়৷ সিএনএন ‘ট্র্যাপড বাই ট্র্যাডিশন' বা ‘পরম্পরার ফাঁদে বন্দি' নামের তথ্যচিত্রের মাধ্যমে সেই সমস্যার কথা তুলে ধরেছে৷ তথ্যচিত্রের কাজ শেষ হওয়ার পরও অনিল কাপুর সেই নারীদের করুণ অবস্থার কথা ভুলতে চাইছেন না৷ তিনি এবার মানব-পাচার সম্পর্কে কোনো পূর্ণদৈর্ঘ্যের ছায়াছবিতে অভিনয় করতে চান৷ এভাবেই তিনি বিষয়টি সম্পর্কে আরও বড় মাত্রায় সচেতনতা ছড়িয়ে দিতে চান৷ এরই মধ্যে দুটি চিত্রনাট্য হাতে পেয়েছেন তিনি৷
শুধু বুদ্ধিজীবীদের জন্য বিকল্প ধারার ‘আর্ট ফিল্ম' নয়, বলিউড ধারার ছবি যেভাবে সহজেই সাধারণ জনতার কাছে পৌঁছে যায়, সেই সরল ভাষা বজায় রেখেই মানব-পাচারের ভয়াবহ চিত্র তুলে ধরতে চান অনিল কাপুর৷ এই প্রকল্পে নামী পরিচালক ও বিখ্যাত অভিনেতাদের সমাগম থাকতে হবে৷ তাছাড়া বিষয়টির স্পর্শকাতরতা সম্পর্কে সচেতন থেকেই ছবিটি তৈরি করতে হবে৷ বিষয়টি মানুষের মনে রেখাপাত করলে তবেই এমন ঘৃণ্য প্রথা বন্ধ করা সম্ভব বলে তিনি মনে করেন৷ উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে মানব-পাচারের বিরুদ্ধে উদ্যোগে শামিল রয়েছেন অনিল কাপুর৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক