1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানব পাচারের বিরুদ্ধে বলিউড ছবি করতে চান অনিল কাপুর

২০ সেপ্টেম্বর ২০১১

সিএনএন’এর এক তথ্যচিত্রে কাজ করার পর বলিউড তারকা অনিল কাপুর মানব পাচারের মতো ঘৃণ্য প্রথা সম্পর্কে সচেতনতা বাড়াতে পূর্ণদৈর্ঘ্যের ছায়াছবিতে অভিনয় করতে চান৷

https://p.dw.com/p/12ch6
Anil Kapoor
বলিউড তারকা অনিল কাপুরছবি: UNI

এই একবিংশ শতাব্দীতেও এমন কিছু বর্বরোচিত প্রথা রয়ে গেছে, যা মানব সভ্যতার উপর বড় এক কলঙ্ক৷ সেই কলঙ্ক সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তা দূর করার প্রচেষ্টায় খ্যাতিমান ব্যক্তিরা এগিয়ে এলে মানুষ কিছুটা নড়েচড়ে বসে৷ মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিএনএন ‘ফ্রিডম প্রজেক্ট' নামের এক উদ্যোগের আওতায় সেই কাজ করার চেষ্টা করছে৷ হলিউড তারকা ডেমি মুর ও বলিউড তারকা অনিল কাপুর এই কর্মযজ্ঞে শামিল হয়েছেন৷

রাজস্থানের ভরতপুর জেলায় এক ঘৃণ্য প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন অনিল কাপুর৷ সেই জেলার কিছু গ্রামের মানুষ নিজেদের ঘরের মেয়েদের বিক্রি করে দেয়৷ তারপর যৌনকর্মী হিসেবে তাদের কাজ করতে বাধ্য করা হয়৷ সিএনএন ‘ট্র্যাপড বাই ট্র্যাডিশন' বা ‘পরম্পরার ফাঁদে বন্দি' নামের তথ্যচিত্রের মাধ্যমে সেই সমস্যার কথা তুলে ধরেছে৷  তথ্যচিত্রের কাজ শেষ হওয়ার পরও অনিল কাপুর সেই নারীদের করুণ অবস্থার কথা ভুলতে চাইছেন না৷ তিনি এবার মানব-পাচার সম্পর্কে কোনো পূর্ণদৈর্ঘ্যের ছায়াছবিতে অভিনয় করতে চান৷ এভাবেই তিনি বিষয়টি সম্পর্কে আরও বড় মাত্রায় সচেতনতা ছড়িয়ে দিতে চান৷ এরই মধ্যে দুটি চিত্রনাট্য হাতে পেয়েছেন তিনি৷

Yuvvraaj
যুবরাজ ছবির পোস্টারে নায়ক অনিল কাপুরছবি: Eros International

শুধু বুদ্ধিজীবীদের জন্য বিকল্প ধারার ‘আর্ট ফিল্ম' নয়, বলিউড ধারার ছবি যেভাবে সহজেই সাধারণ জনতার কাছে পৌঁছে যায়, সেই সরল ভাষা বজায় রেখেই মানব-পাচারের ভয়াবহ চিত্র তুলে ধরতে চান অনিল কাপুর৷ এই প্রকল্পে নামী পরিচালক ও বিখ্যাত অভিনেতাদের সমাগম থাকতে হবে৷ তাছাড়া বিষয়টির স্পর্শকাতরতা সম্পর্কে সচেতন থেকেই ছবিটি তৈরি করতে হবে৷ বিষয়টি মানুষের মনে রেখাপাত করলে তবেই এমন ঘৃণ্য প্রথা বন্ধ করা সম্ভব বলে তিনি মনে করেন৷ উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে মানব-পাচারের বিরুদ্ধে উদ্যোগে শামিল রয়েছেন অনিল কাপুর৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য