বিনা পারিশ্রমিকেই প্রথম হলিউড ছবিতে অমিতাভ বচ্চন
১২ সেপ্টেম্বর ২০১১উপন্যাসের নাম ‘দ্য গ্রেট গ্যাটসবি'৷ ১৯২৫ সালে লেখা এই উপন্যাসে এফ স্কট ফিৎসজেরাল্ড তখনকার অপরাধ জগতের চালচিত্র তুলে ধরেছিলেন৷ প্রধান চরিত্রের নাম মায়ার ভল্ফসহাইম৷ মাফিয়া জগতের রহস্যময় এই ব্যক্তিত্ব আরেক রহস্যময় চরিত্র কোটিপতি জে গ্যাটসবি'কে ধনী হতে সাহায্য করেছিল৷ এবার সেই কাহিনী অবলম্বনে ছবি তৈরি করছেন পরিচালক বাজ লুয়রমান৷ জে গ্যাটসবি'র ভূমিকায় লিওনার্দো দিকাপ্রিও এবং মায়ার ভল্ফসহাইম'এর ভূমিকায় অভিনয় করবেন অমিতাভ বচ্চন৷ সঙ্গে থাকবেন টোবি ম্যাকগায়ার, ক্যারি মালিগান প্রমুখ৷
পরিচালক বাজ লুয়রমান গত বছর ভারতে গিয়েছিলেন৷ আলাপ হয়েছিল অমিতাভ বচ্চনের সঙ্গে৷ জমে উঠেছিল দু'জনের আড্ডা৷ গত মাসে আবার অমিতাভকে ফোন করেন বাজ৷ বলেন, ‘‘আমার পরবর্তী ছবিতে ছোট্ট একটা ভূমিকায় অভিনয় করতে পারবেন?'' বিগ বি সাদরে সেই প্রস্তাব গ্রহণ করেন৷ নিজের ব্লগ সাইটে এবার তিনি প্রথম বারের মতো এই ছবির বিষয়ে মুখ খুললেন৷ লিখলেন, ‘‘আমি এই ছবির জন্য কোনো পারিশ্রমিক নিতে অস্বীকার করেছি৷''
গত মাসে বচ্চন অস্ট্রেলিয়া গিয়েছিলেন৷ কারণটা অবশ্য কাউকে বলেন নি৷ গত রবিবার তিনি জানালেন, হলিউড ছবির প্রস্তুতির কাজেই তিনি সিডনি গিয়েছিলেন৷ সেখানে অভিনেতারা প্রথম বারের মতো ছবির চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন৷ পোশাক, মেক-আপ, পরচুলা নিয়ে ঘাঁটাঘাঁটি করে দেখেছেন, কাকে কী মানাবে৷ এমন পেশাদারী মনোভাব দেখে মুগ্ধ অমিতাভ লিখেছেন, ‘‘সত্যি, এটা একটা অসাধারণ অভিজ্ঞতা৷ হলিউডের কাজের ব্যবস্থার সঙ্গে পরিচয় হলো৷ দেখলাম তারা প্রতিটি খুঁটিনাটি বিষয়ের দিকে কীরকম মনোযোগ দেয়, কাজকে কতটা গুরুত্ব দেয়৷''
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক