মার্শাল আর্টের জাদু
৮ ফেব্রুয়ারি ২০১৩৭ ফেব্রুয়ারি থেকে জার্মানির বার্লিনে শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব বার্লিনালে৷ এবারের উৎসবে জুরি বোর্ডের সভাপতি ওয়ং কার-ওয়াই৷ চীনের এ পরিচালকের নতুন ছবি ‘গ্র্যান্ডমাস্টার' দেখানো হয়েছে প্রথম দিনে৷ মূল প্রতিযোগিতার বাইরে রাখা হলেও পুরো ১১ দিনই দেখানো হবে ছবিটি৷ প্রথম দিনেই বোঝা গেছে বাকি দিনগুলোতেও দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতেই থাকবে ‘গ্র্যান্ডমাস্টার'৷ ব্রুস লি-র অবিশ্বাস্য সব মারামারির আকর্ষণ বলে কথা!
ছবির কাহিনিতে উঠে এসেছে মার্শাল আর্ট ‘কুং ফু'-র ইতিহাস৷ আর কুং ফু-র ইতিহাস যে ব্রুস লি না থাকলে শেষ হয়ই না তা কে না জানেন! ব্রুস লিকে কুং ফু শিখিয়েছিলেন ইপ মান৷ তাঁকেও দেখা যাবে ছবিতে৷ দু'জনই প্রয়াত৷ স্বাভাবিকভাবেই তাঁদের চরিত্র রূপায়নে বাড়তি শ্রম দিতে হয়েছে, নিষ্ঠার ছাপ রাখতে হয়েছে অভিনেতাদের৷ ব্রুস লি-র চরিত্র রূপায়ণ করেছেন হংকং-এর হার্টথ্রব টনি লিউং৷
বড় এক চ্যালেঞ্জ ছিল তাঁর সামনে৷ দর্শকদের কাছে ব্রুস লি-র মতো হয়ে ওঠা তো চাট্টি খানি কথা নয়৷ বার্লিনের সংবাদ সম্মেলনে টনি লিউং জানালেন এ জন্য নাকি ৪৬ বছর বয়সে কুং ফু শেখা শুরু করতে হয়েছে তাঁকে৷ অক্লান্ত পরিশ্রম করেছেন চারটি বছর৷ তারপর এক বছর আট মাস ধরে চলেছে ছবির শুটিং৷ তখন কিছু ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করতে গিয়ে হাত ভেঙে যায়৷ তারপরও থামেননি৷
ছবির মূখ্য অভিনেত্রী ঝাং জি-ও কুং ফু শিখেই দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে৷ ফলে রূপালি পর্দার ব্রুস লি-র পাশে তাঁকেও কখনোই বেমানান মনে হয়নি৷ টনি লিউং আর ঝাং জি তো ছবির দুটি মাত্র চরিত্র৷ বাকি যাঁরা অভিনয় করেছেন তাঁদের কাছ থেকেও সেরা কাজটিই আদায় করে নিয়েছেন পরিচালক ওয়ং কার-ওয়াই৷ ‘গ্র্যান্ডমাস্টার' তাই তো বার্লিনালের শুরু থেকেই টানতে টানতে পারছে দর্শকদের৷
এসিবি/ডিজি (এএফপি)