1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী নেতার জয়

২৪ সেপ্টেম্বর ২০১৮

বিরোধী দলীয় প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম মোহামেদ সোলিহর কাছে পরাজয় স্বীকার করে নিয়েছেন মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন৷  ক্ষমতার হস্তান্তরও মসৃণ প্রক্রিয়ায় হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ইয়ামিন৷

https://p.dw.com/p/35OeY
Malediven Ibrahim Mohamed Solih
ছবি: Reuters/A. Faheem

সোমবার আনুষ্ঠানিকভাবে ইব্রাহিম মোহামেদ সোলিহকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়৷ ইয়ামিনের চেয়ে বিপুল ভোটে এগিয়ে আছেন তিনি৷

প্রাথমিক ফলে ৫৮.৩ শতাংশ ভোট পাওয়ায় সোলিহকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন৷ বিজয়া হওয়ার পর প্রথম ভাষণে জয়ের মুহূর্তকে ‘আনন্দ ও আশার এবং ঐতিহাসিক' বলে বর্ণনা করেছেন৷

তিনি প্রেসিডেন্ট ইয়ামিনকে জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান৷ তিনি বলেন, ‘‘জনগণের বার্তা খুব স্পষ্ট৷ তাঁরা ন্যায়বিচার ও স্থিতিশীলতা চান৷ আমরা জবাবদিহিতা নিশ্চিত করবো৷''

নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ট্রান্সপারেন্সি মালদ্বীপও এক টুইটে নিজেদের স্বাধীন জরিপের ভিত্তিতে সোলিহর বিজয়ের তথ্য নিশ্চিত করেছে৷

স্থানীয় সময় সোমবার বিকেলে এক সরাসরি প্রচারিত টেলিভিশন ভাষণে পরাজয় স্বীকার করে দ্রুত ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডিন্ট ইয়ামিন৷

তিনি বলেন, ‘‘গতকালের নির্বাচনের ফল আমি মেনে নিয়েছি৷ আমি জানি আমাকে সরে দাঁড়াতে হবে৷''

পাঁচ বছরের শাসনামলে বিরোধীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালিয়েছেন ইয়ামিন৷ নিজের সৎ ভাই মামুন আবদুল গাইয়ুমসহ বিরোধীদলীয় অনেক নেতাকে আটক করেছিলেন তিনি৷ মামুন দীর্ঘ ৩০ বছর ধরে মালদ্বীপ শাসন করেছেন৷

ইয়ামিন জানিয়েছেন, সংবিধান অনুযায়ী তাঁর মেয়াদ শেষ হবে ১৭ নভেম্বর৷ তারপর হস্তান্তর হবে ক্ষমতা৷

শংকার মধ্যে ভোট

সোলিহর জয় অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল৷ বিরোধী গণমাধ্যমও দমনের ভয়ে অনেকটাই নীরব ভূমিকা পালন করেছে৷ প্রেসিডেন্টের সমর্থকরা ভোটে জালিয়াতির চেষ্টা করতে পারে বলেও হুঁশিয়ার করেন সোলিহ৷ নির্বাচনের আগের রাতে তাঁর দলীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ৷

অনিয়মের হুমকির মধ্যেও নির্বাচন ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ' হয়েছে বলে জানিয়েছে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়৷ ৪ লাখ মানুষের দেশটিতে ভোট দেয়ার যোগ্যতা ছিল আড়াই লাখেরও বেশি মানুষের৷ ভোটার উপস্থিতি ছিল ৮৯.২ শতাংশ৷

Malediven Präsidentschaftswahl
ছবি: Reuters/A. Faheem

অনেক ভোটারই বলছেন, পরিবর্তনের আশায় তাঁরা এবার ভোট দিতে এসেছেন৷ রয়টার্সকে নাজিমা হাসান নামের এক ভোটার জানান, ‘‘২০১৩ সালে করা এক ভুল শোধরাতে এসেছি আমি৷''

নির্বাচনের শেষের দিকে যখন সোলিহ-এর বিজয়ের আভাস মিলছিল, তখন থেকেই মালের রাস্তায় পতাকা হাতে উল্লাসে মেতে ওঠেন তাঁর সমর্থকরা৷

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

মালদ্বীপে প্রভাব বিস্তার করা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে আঞ্চলিক শক্তি ভারত ও চীনের মধ্যে৷ সোলিহের বিজয়ে সবার আগে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে ভারত৷

অবকাঠামো উন্নয়নে ইয়ামিনের সরকারকে মিলিয়ন মিলিয়ন ডলার ধার দেয়া চীন অবশ্য এখনও নির্বাচনের ফল নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য জানায়নি৷

এডিকে/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য