1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আল্লাহ’ নিষিদ্ধ মালয়েশিয়ায়

২৪ জুন ২০১৪

ক্যাথলিক চার্চের আবেদন খারিজ করে দিয়ে রায় দিয়েছে মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত৷ সেই রায় অনুযায়ী, দেশটির অমুসলিমরা ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করতে পারবেন না৷ রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য একে সরকারের ভোট জেতার টিকিট হিসেবে দেখছেন৷

https://p.dw.com/p/1COVH
পুত্রজায়ার আদালতের সামনে দাঁড়িয়ে এক মুসলিমছবি: Reuters

ইসলাম ধর্ম অনুযায়ী, ‘আল্লাহ' হলো বিশ্বজগতের একমাত্র স্রষ্টা এবং প্রতিপালকের নাম৷ সেই সূত্রে এ শব্দটি সব ধর্মাবলম্বীরাই ব্যবহার করতে পারেন৷ কিন্তু মালয়েশিয়াতে এই একটা শব্দ নিয়ে চলছে বহুদিনের বচসা, ধর্মে ধর্মে লড়াই৷ চলছে স্থানীয় মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে বিরোধ৷

২০০৭ সালে ‘দ্য হেরাল্ড' নামের একটি ক্যাথলিক সংবাদপত্রের মালয় ভাষার সংস্করণে একটি প্রতিবেদন ছিল৷ সেই প্রতিবেদনে ‘আল্লাহ' শব্দটি ব্যবহারের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পত্রিকাটি বন্ধের হুমকি দেয়া হয়৷ তখন ক্যাথলিক চার্চ আদালতে শব্দটি ব্যবহারের আবেদন জানায়৷ সেখানে বলা হয়, শতাব্দী ধরে মালয় ভাষায় বাইবেলে এবং অন্যান্য সাহিত্যে ঈশ্বর বোঝাতে ‘আল্লাহ' শব্দটি ব্যবহৃত হয়ে আসছে৷

২০০৯ সালে মালয়েশিয়ার নিম্ন আদালত চার্চের পক্ষেই রায় দিয়েছিল৷ কিন্তু তার পরপরই দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা শুরু হয় এবং সংঘাত বাড়তে থাকে৷ এরপর গত বছরের অক্টোবর মাসে সরকার অমুসলিমদের জন্য ‘আল্লাহ' শব্দের ব্যবহার নিষিদ্ধ করে৷

সরকার বলে, ‘আল্লাহ' শব্দটি অমুসলিমরা ব্যবহার করলে মুসলিম সম্প্রদায় বিভ্রান্ত করবে এবং তাঁদের মধ্যে ধর্মান্তরিত হওয়ার প্রবণতা দেখা দিতে পারে৷

মালয়েশিয়ার ক্যাথলিক চার্চ শব্দটির ব্যবহারের অনুমতি চেয়ে আবেদনও করে৷ কিন্তু পুত্রজায়া আদালতে সাত বিচারকের একটি প্যানেল নিম্ন আদালতের রায় খারিজ করে এই রায় দেন৷

আদালতের প্রধান বিচারপতি আরিফিন জাকারিয়া বলেন, ‘‘আবেদনটি সঠিকভাবেই করা হয়েছিল, তবে এটি এমন একটি বিষয় যেখানে আমাদের হস্তক্ষেপের কোনো অধিকার নেই৷''

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পক্ষের আইনজীবী এস সিলভারাজা সংবাদসংস্থা এএফপিকে বলেন, ‘‘এই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে তাঁর দল আরো কয়েকটি মামলার করার কথা ভাবছেন৷'' বলা বাহুল্য, এই বিচারে তাঁরা হতাশ৷ এমনটাই জানান ‘দ্য হেরাল্ড' সংবাদপত্রের সম্পাদক ফাদার লরেন্স অ্যান্ড্রু৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য