মালয়েশিয়ায় এল্টন জনের কনসার্ট বাতিলের দাবি
২৫ অক্টোবর ২০১১শাহরিল আজমান আব্দুল হালিম আল হাফিজ প্যান মালয়েশিয়ান ইসলামিক পার্টির একজন কর্মকর্তা৷ তিনি জানান, এল্টন জনের কনসার্ট তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে৷ এর কারণ হিসেবে তিনি এল্টন জন সমকামী, তা উল্লেখ করেন৷ বার্তাসংস্থা এএফপিকে তিনি জানান, ‘‘ইসলাম ধর্মে সমকামিতা নিষিদ্ধ৷ আমরা সমকামিতাকে সমর্থন করি না৷''
নভেম্বর মাসের ২২ তারিখে জেন্টিং হাইল্যান্ড রিসোর্টে এল্টন জনের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা৷ সেই কনসার্ট এখনো বাতিল ঘোষণা করা হয়নি৷ হোটেলটি পাহাং শহরে অবস্থিত৷ রাজধানী কুয়ালালামপুর থেকে পাহাং যেতে এক ঘণ্টা সময় লাগে৷
কনসার্টের আয়োজক টিউন লাইভ এ নিয়ে কোন মন্তব্য করেননি৷ তবে আশা করা হচ্ছে কনসার্ট অনুষ্ঠিত হবে৷ এল্টন জনের গ্রেটেস্ট হিটস ট্যুরের একটি অংশ এই কনসার্ট৷ মালয়েশিয়ার আগে এল্টন জন সিঙ্গাপুরে কনসার্ট করবেন৷ এরপর যাবেন জাকার্তা৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: সঞ্জীব বর্মন