কন্যার চেয়ে কাঙ্খিত পুত্রসন্তান
২৫ আগস্ট ২০১৩যদি পুরুষতান্ত্রিক ভারতীয় সমাজ ব্যবস্থায় এটা দস্তুর হয়ে থাকে, তাহলে মায়েরা সেটাকে বিপরীতমুখী করার চেষ্টা করেন না কেন?
প্রশ্ন কিন্তু আরো আছে৷ বেশিরভাগ মা কেন কন্যাসন্তানের চেয়ে পুত্রসন্তান কামনা করেন? আর জন্মলগ্ন থেকেই শিশুকন্যাকে কেন খরচের খাতায় লেখা হয়?
এর কারণ খুঁজতে গেলে যেতে হবে গোড়ায়৷ ভারতের প্রাচীন ধর্মীয়-সংস্কৃতিতে আছে ‘পুত্র' মানে যে নরক থেকে পিতৃপুরুষকে উদ্ধার করে৷ সমাজ ব্যবস্থায় পুত্রের মূল্য নির্ধারিত হয় বংশরক্ষার উপায় হিসেবে৷ শাস্ত্রে আছে ‘‘পুত্রার্থে ক্রিয়তে ভার্যা''৷ শোনা যায় সেজন্য যাগযজ্ঞও করা হতো৷ যেকোনো পিতৃতান্ত্রিক সমাজেই নারী প্রজননের এবং গৃহস্থালী কাজকর্মের যন্ত্র৷ তাঁর সামাজিক ও অর্থনৈতিক অধিকার সীমিত গণ্ডিতে বাঁধা৷ ফলে ভারতীয় সমাজে নারীর অবমূল্যায়ন এবং তা থেকে পণপ্রথা, অত্যাচার৷ তা থেকে নারীমনে জন্মায় হীনমন্যতা৷ পুত্র প্রসব করতে না পারলে সে সনাতন সমাজে হয়ে পড়ে অপাংক্তেয়৷
পিতৃতান্ত্রিকতার পুরানো রূপে এসেছে সামাজিক রূপান্তর৷ মেয়েরা উঠে দাঁড়িয়েছে৷ বিকাশ প্রক্রিয়া সামিল হতে পেরেছে৷ শিক্ষাদীক্ষার মাধ্যমে আদায় করতে পেরেছে সামাজিক অধিকার৷ ব্যক্তি স্বাধীনতা৷ কিন্তু আসলে কী তাই? ভেতরের ছবিটা পালটেছে কতটা? যেটা পালটেছে সেটা নিছক বাহ্যিক৷ আজও শিক্ষিত মেয়েরা রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না৷ ধর্ষণ আর যৌন হয়রানির শিকার হতে হয়৷ শিক্ষিতা, চাকুরিরতা মেয়ে ঘরে না ফেরা পর্যন্ত বাড়ির লোকেদের উদ্বিগ্ন থাকতে হয়৷ কেন? কারণ প্রতি বছর হাজার হাজার মেয়ে স্রেফ হারিয়ে যায়৷ কর্পুরের মতো উবে যায়৷ অভিযোগ করলেও প্রশাসন নির্বিকার থাকে৷
ইউনিসেফ-এর হিসেব অনুযায়ী, লোভ-লালসা আর দারিদ্র্যের কারণে ভারতে বছরে ৩০ লাখ মেয়ে হারিয়ে যায়৷ হারিয়ে যাওয়া মেয়েদের মধ্যে ১২ লাখ শিশুকন্যা ও নাবালিকা৷ নোবেল বিজয়ী অধ্যাপক অমর্ত্য সেনের মতে, লক্ষাধিক নারীর নিরুদ্দেশ হবার অন্যতম কারণ কন্যাভ্রুণ হত্যার সুপরিকল্পিত ব্যবস্থা৷ গত বিংশ এবং একবিংশ শতকের প্রতি দশকে নারী-পুরুষের আনুপাতিক হার ভারতে ধাপে ধাপে কমছে৷ গর্ভাবস্থায় ভ্রুণের লিঙ্গ নির্ণয় করে কন্যাভ্রুণ হলে গর্ভপাত করানো মানে সমাজে শিশুকন্যাকে জন্মাতে না দেবার চক্রান্ত৷ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিশুকন্যাকে জন্মের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে৷ এর চাইতে সামাজিক বৈযম্য আর কী হতে পারে? প্রতি হাজার ছেলে ও মেয়ের অনুপাত ২০১১ সালের জনগণনা অনুসারে শহরাঞ্চলে ৯২৬৷ শিশুকন্যার মৃত্যুর হার শিশুপুত্রের তুলনায় বেশি৷ কারণ শৈশবে তাঁদের পুষ্টিকর আহার থেকে বঞ্চিত করা হয়৷ পড়াশুনার খরচ, বিয়ে দেবার খরচ তারপর অন্যের সম্পত্তি হয়ে চলে যাবে৷ উল্লেখ্য, কয়েক বছর আগে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ অবৈধ ঘোষণা করা হয়েছে ভারতে৷
এইসব হারিয়ে যাওয়া মেয়েদের নানা নির্যাতনের মধ্য দিয়ে শেষ অবধি স্থান হয় তাঁদের রেড-লাইট এলাকায়৷ ভারতে এমন কিছু উপজাতি আছে যারা দেহ ব্যবসাকে আর পাঁচটা রোজগারের উপায় হিসেবে মনে করে তাঁদের মেয়ে-বৌদের পাঠায় পুরুষদের লালসা মেটাতে৷ যেমন, রাজস্থান ও উত্তরপ্রদেশের বেদিয়া উপজাতি৷ এমনকি তাদের সমাজে এমন ধারণাও প্রচলিত যে, কোনো নাবালিকার কুমারিত্ব যে পুরুষ প্রথম ভাঙতে পারবে তাঁর এইচআইভি/এইডসের মতো যৌন রোগ থাকলে তা সেরে যাবে৷ এর বদলে অবশ্য ঐ নাবালিকার অভিভাবককে অনেক বেশি টাকা দিতে হয়৷ এই ধরণের কুপ্রথা নিবারণে পুলিশ প্রশাসনের তৎপর নয়৷ মুসলিম সমাজের আসল ছবিটাও গুণগত দিক থেকে খারপ বই ভালো নয়৷