মিয়ানমারে জাতিসংঘ
১১ জুন ২০১২ইয়াঙ্গনে অবস্থানরত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং মানবাধিকার বিষয়ক সমন্বয়ক অশোক নিগাম জানিয়েছেন, ৪৪ জনের মতো কর্মী এবং তাদের পরিবারকে রাখাইন রাজ্যের মাউনগেডাও থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে৷ বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় এই রাজ্যের অবস্থান৷
নিগাম বলেন, ‘‘মূলত বিদেশি কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে৷ কিন্তু মাউনগেডাওতে অবস্থানরত স্থানীয় কর্মীরা সেখানেই থাকছেন৷'' নিরাপত্তাহীনতা এবং বিশৃঙ্খলার কারণে ‘কিছুদিনের জন্য' কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি৷
জাতিসংঘের কর্মীদেরকে রাখাইন রাজ্যের রাজধানী সিটিউই'এ জড়ো করা হচ্ছে বলেও জানান অশোক নিগাম৷ ইতিমধ্যে রবিবার একটি দল সেখানে পৌঁছেছে৷ সিটিউই থেকে অধিকাংশ কর্মীকে ইয়াঙ্গনে নিয়ে যাওয়া হবে৷ জাতিসংঘ ছাড়াও অন্যান্য বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীদেরকেও সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে৷
এদিকে, বৌদ্ধ ও মুসলিমদের মধ্যকার সংঘাত দমনে রাখাইন'এ জরুরি অবস্থা ঘোষণা করেছে মিয়ানমার৷ বৌদ্ধ অধ্যুষিত এই রাজ্যে অনেক মুসলমানের বাস৷ মুসলমানদের মধ্যে একটি বড় অংশ আবার নাগরিকত্ববিহীন রোহিঙ্গা৷ জাতিসংঘের হিসেব অনুযায়ী, রোহিঙ্গারা হচ্ছে বিশ্বের অন্যতম নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায়৷
গত ২৮শে মে এক রাখাইন নারীকে ধর্ষণ এবং হত্যার ঘটনার পর বৌদ্ধ ও মুসলমানদের মধ্যে সংঘর্ষ শুরু হয়৷ সেই ঘটনায় তিন মুসলিমকে গ্রেপ্তার করা হয়৷ এরপর তেসরা জুন বৌদ্ধদের একটি দল দশ জন মুসলমানকে হত্যা করে৷ সর্বশেষ শুক্রবার উভয় পক্ষের মধ্য সংঘর্ষ বাঁধে৷ এসময় পাঁচ শতাধিক বাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং প্রাণ হারায় কমপক্ষে সাত ব্যক্তি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাইন প্রদেশে জরুরি অবস্থা ঘোষণার পর সেনা মোতায়েন করা হয়েছে৷
মিয়ানমারের এই পরিস্থিতির মধ্যেই ঐতিহাসিক ইউরোপ সফর শুরুর প্রস্তুতি সম্পন্ন করেছেন সেদেশের গণতন্ত্রের মানসকন্যা অং সান সু চি৷ ১৯৯১ সালে নোবেল শান্তি পুরস্কার জয় করার পর থেকে অধিকাংশ সময় গৃহবন্দি ছিলেন সু চি৷ ২০১০ সালের নভেম্বরে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান তিনি৷ বুধবার সুইজারল্যান্ডের উদ্দেশ্যে মিয়ানমারত্যাগ করবেন সু চি৷ সেখান থেকে নরওয়ে, আয়ারল্যান্ড, ব্রিটেন এবং ফ্রান্স সফর শেষে দেশ ফিরবেন তিনি৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম (এএফপি, রয়টার্স)
সম্পাদনা: দেবারতি গুহ