যিশুর জীবন থেকে শিক্ষা
২৫ ডিসেম্বর ২০১৫
বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপের বক্তব্য শুনতে হাজির হয়েছিলেন ১০ হাজারেরও বেশি মানুষ৷ যাঁরা কম ভাগ্যবান তাঁদের প্রতি সমব্যাথী হতে বিশ্বের প্রায় ১২০ কোটি ক্যাথলিককে অনুরোধ করেন ৭৯ বছর বয়সি এই আর্জেন্টাইন পোপ৷
যাঁরা সম্পদ গড়ার নেশায় ‘উন্মত্ত’ রয়েছেন তাঁদের সাধারণ জীবনযাপনের ধারায় ফেরার আহ্বান জানিয়েছেন পোপ৷ তিনি বলেন, শিশু যিশু জন্মেছিলেন খুব সাধারণ পরিবেশে, গবাদিপশুর খাওয়ার পাত্রে৷ সবার উচিত যিশুর সাধারণ জীবনযাপন থেকে শিক্ষা নেয়া, বলেন পোপ ফ্রান্সিস৷
ক্যাথলিকদের উদ্দেশ্যে পোপ বলেন, তাঁদের উচিত অন্যের প্রতি ‘সহানুভূতিশীল, সমবেদনাময় ও ক্ষমাশীল’ হয়ে ওঠা৷
এদিকে, বড়দিন উপলক্ষ্যে আজ শুক্রবার দুপুরে প্রথা অনুযায়ী পোপ ‘উর্বি এট অর্বি’ শীর্ষক (শহর ও বিশ্বের প্রতি) ভাষণ দেবেন৷ এই বক্তব্যে সাধারণত পোপ বিশ্বের সমস্যাগুলোর সমাধানের আহ্বান জানিয়ে থাকেন৷ এবারের বক্তব্যে তিনি বিশ্বের বিবাদমান গোষ্ঠীগুলোকে এক হওয়ার আহ্বান জানাতে পারেন৷ কারণ চলতি বছর আফ্রিকায় জাতিগত দ্বন্দ্বে চরম নিষ্ঠুরতা দেখা গেছে আর তথাকথিত ‘ইসলামিক স্টেট’ বা আইএস-এর পাশবিকতার পরিচয় পাওয়া গেছে মধ্যপ্রাচ্যে৷
এছাড়া বিশ্বের অনেক স্থানের ক্যাথলিকদের সম্ভাব্য হামলার আশঙ্কা মাথায় নিয়েই বড়দিন পালন করতে হচ্ছে৷ ইসলামি জঙ্গিদের সম্ভাব্য হামলার আশঙ্কায় মুসলিম প্রধান সোমালিয়া এবার বড়দিন ও নববর্ষ উদযাপনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে৷
জেডএইচ/ডিজি (রয়টার্স, এএফপি, ডিপিএ)
যিশুর জীবন, জীবনযাপন আপনাকে কি অনুপ্রাণিত করে? জানান নীচের ঘরে৷