যৌনকর্মীদের হত্যার দায় স্বীকার করল জার্মান পুরুষ
১৩ জুন ২০১৭পুলিশ এবং কৌঁসুলিরা সোমবার জানিয়েছে যে, খুনের দায় স্বীকার করা ২১ বছর বয়সি জার্মান পুরুষটি বাভারিয়ার ন্যুরেমবার্গে দুই যৌনকর্মীকে হত্যা করে৷ ন্যুরেমবার্গের পুলিশ প্রধান ইয়োহান রাস্ট এই বিষয়ে বলেন, ‘‘সে হত্যার দায় স্বীকার করেছে এবং বর্তমানে তদন্তের প্রয়োজনে আটক রয়েছে৷''
ঊধ্বর্তন কৌঁসুলি আলফ্রেড হ্যুবার এই প্রসঙ্গে জানান, দরদাম নিয়ে বনিবনা না হওয়ায় সৃষ্ট বিবাদের সময় দুই জনকে হত্যা করা হয়৷ পুলিশ জানায়, সন্দেহভাজন হত্যাকারী ফিলিক্স আর-কে গ্রেপ্তারে নিহত একজনের মোবাইলে থাকা টেলিফোন নম্বর এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা ডিএনএ নমুনা সহায়তা করেছে৷ জার্মান আইন অনুযায়ী, সন্দেহভাজন অপরাধীর পুরো নাম গণমাধ্যম প্রকাশ করতে পারে না৷
নিহত যৌনকর্মীদের এক জনের বয়স ২২ বছর৷ তাঁর রুমানিয়া ও হাঙ্গেরির নাগরিকত্ব ছিল৷ গত ২৪ মে ন্যুরেমবার্গে তাঁকে হত্যা করা হয়৷ নিহত আরেক যৌনকর্মী ৪৪ বছর বয়সি এক চীনা নাগরিক৷ তাঁকে গত ৫ জুন হত্যা করা হয়৷ দু'জনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়৷ অগ্নিনির্বাপক কর্মীরা তাদের উদ্ধারের সময় তাঁদের হাত বাঁধা ছিল৷ ধারণা করা হচ্ছে যে, ফিলিক্স আর. তাঁদের হত্যার পর হত্যার আলামত পুড়ে ফেলার জন্য বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল৷
উল্লেখ্য, গত বছর এক পারিবারিক সহিংসতার ঘটনায় জড়িত থাকার দায়ে শাস্তি হয়েছিল ফিলিক্স আর-এর৷ সেই সময় তাকে দুই সপ্তাহের জন্য একটি সংশোধানাগারে রাখা হয়েছিল৷ তার অপরাধপ্রবণ মানসিকতা সম্পর্কে তাই অবগত ছিল পুলিশ৷
এআই/এসিবি (এএফপি, এপি, ডিপিএ)