1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাহুল গান্ধীর অভিষেক

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি২১ জানুয়ারি ২০১৩

জয়পুরে কংগ্রেস পার্টির ‘চিন্তন শিবিরে’ সোনিয়া-রাজীব গান্ধীর তনয় রাহুল গান্ধীকে কংগ্রেসের সহ-সভাপতি পদে বসানো হয়৷ তাঁর সহ-সভাপতির ভাষণে ছিল আবেগ, যুক্তি, সামজিক সুরক্ষা ও আর্থিক সংস্কারের মিশেল৷

https://p.dw.com/p/17OJA
FILE - In this May 11, 2006 file photo, Rahul Gandhi, left, his sister Priyanka Gandhi Vadra, and brother-in-law Robert Vadra, talk during celebrations after party president and Rahul's mother Sonia Gandhi won in Rae Barelli, India. Rahul Gandhi, the son, grandson, and great-grandson of Indian prime ministers, has spent years positioning himself to seize what is almost seen as his birthright and take charge of the country should his Congress party win the next election. But a series of electoral setbacks, an embarrassing Wikileaks document and his accusation, without proof, that police killed and raped protesting farmers in an opposition-led state in May, 2011, has left some questioning whether Gandhi has the skill, experience and discipline to lead India. (AP Photo/Rajesh Kumar Singh, File).
ছবি: AP

রাজস্থানের জয়পুরে কংগ্রেস পার্টির সদ্যসমাপ্ত চিন্তন শিবির নামে বিশেষ অধিবেশনে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ছেলে রাহুল গান্ধীকে কংগ্রেসের সহ-সভাপতির পদে বসিয়ে ভারতীয় রাজনীতির আঙ্গিনায় তাঁর আনুষ্ঠানিক অভিষেক পর্ব সম্পন্ন করেছেন৷ এর মাধ্যমেই তরুণ প্রজন্মের হাতে তুলে দেয়া হয় দল ও দেশের হাল৷ দলের সহ-সভাপতি হবার পর প্রথম প্রকাশ্য সমাবেশে রাহুলের ভাষণ ছিল আবেগমথিত৷ তিনি বলেন, ‘‘কংগ্রেস পার্টি আমার জীবন, ভারতের জনগণ আমার জীবন৷ এদের জন্য আমি লড়াই করে যাব৷''

Rahul Gandhi, a lawmaker and son of India's ruling Congress party chief Sonia Gandhi, smiles as he speaks with the media in New Delhi March 6, 2012. Rahul Gandhi failed spectacularly to deliver a promised comeback for his Congress party in crucial state elections, casting fresh doubt on his capacity to become the next member of a storied dynasty to lead the country. REUTERS/Parivartan Sharma (INDIA - Tags: POLITICS ELECTIONS)
রাহুল গান্ধীছবি: Reuters

ক্ষমতার অঙ্গনে পা রাখার সঙ্গে সঙ্গে সারা দেশ তাকিয়ে আছে রাহুলের দিকে৷ গান্ধী পরিবারের ঐতিহ্য বহন করে দেশের মানুষকে কী দিশা দেখান তিনি, দেশ তাকিয়ে আছে তার দিকে৷ ক্ষমতার মোহকে তিনি বিষের সঙ্গে তুলনা করেন৷ বলেন, ‘‘ক্ষমতার বিষে যেন আসক্ত না হই৷ ক্ষমতার ব্যবহার করবো, কণ্ঠহীনদের কণ্ঠ দিতে৷''

তাঁর বক্তব্যে উঠে আসে দেশের বর্তমান উন্নয়ন পরিস্থিতির নানা দিক৷ পিতা রাজীব গান্ধীর উক্তি তুলে রাহুল বলেন, ‘‘একটা সময় ছিল যখন সরকার এক টাকা খরচ করলে মানুষের কাছে সুফল পৌঁছাতো ১৫ পয়সার৷ আজ সরকার এমন ব্যবস্থা করছে যাতে ৯৯ পয়সার সুফল পায় মানুষ৷ তার জন্য আনা হয়েছে একাধিক কর্মসুচি৷ যেমন, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প, খাদ্য সুরক্ষা, শিক্ষার অধিকার ইত্যাদি৷ যুবসমাজ ক্ষুব্ধ, কারণ রাজনৈতিক নেতারা তাঁদের পাত্তা দেয় না৷ মহিলারা ক্ষুব্ধ, কারণ কিছু লোক তাঁদের কণ্ঠ রোধ করছে৷ গরিবদের আওয়াজ পৌঁছায় না ওপরতলা পর্যন্ত৷ তাই কাজ করতে হবে অনেক ভেবেচিন্তে৷ তাড়াহুড়ো করে নয়৷ আর পরিবর্তন আনতে হবে দীর্ঘমেয়াদি ভিত্তিতে৷''

রাহুলের ভাষণকে কেউ কেউ তুলনা করেছেন বারাক ওবামার পরিবর্তনের সঙ্গে, কেউ কেউ করেছেন রাজীব গান্ধীর সঙ্গে৷ আসল লক্ষ্য, আগামী বছরে রাহুলের নেতৃত্বে দলকে জিতিয়ে আনা৷ কংগ্রেস সবার কথা বলবে৷ আজ থেকে রাহুল সবার জন্য কাজ করবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য