রাশিয়ার বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ
৫ মার্চ ২০২২মারিওপোল শহর কর্তৃপক্ষ জানিয়েছে, একের পর এক গোলাবর্ষণের কারণে শহরটিতে নাগরিকদের সরিয়ে নেয়ার কার্যক্রম স্থগিত রাখতে হয়েছে৷
এর আগে শনিবার সকালে ইউক্রেনের মারিওপোল ও ভোলনোভাখা শহরে পাঁচ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণায় রাজি হয় রাশিয়া৷ কথা ছিল এই পাঁচ ঘণ্টায় একটি মানবিক করিডোর তৈরি করে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়া হবে৷ রাশিয়াও এই পাঁচ ঘণ্টা সৈন্যদের গোলাবর্ষণ থেকে বিরত থাকার নির্দেশ দেয়৷
কিন্তু রাশিয়া নিজেদের দেয়া ঘোষণা মানছে না বলে এক টিভি বক্তব্যে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি অ্যারেস্তোভিচ৷ মারিওপোল শহর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বক্তব্যে বলেছে, ‘‘রাশিয়া যুদ্ধবিরতি মানছে না এবং মারিওপোল ও তার আশেপাশে গোলাবর্ষণ জারি রেখেছে৷ ফলে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের সরিয়ে নেয়ার কাজ স্থগিত রাখা হয়েছে৷''
অবশ্য ইউক্রেনের সঙ্গে দুই দফা আলোচনার পর রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি হলেও তারা তা কতটা মানবে তা নিয়ে বাসিন্দারা আগে থেকেই সন্দিহান ছিলেন বলে জানিয়েছেন শেরনিভৎসি শহরে অবস্থান করা ডয়চে ভেলের প্রতিবেদক ফ্যানি ফাসকার৷
এর আগে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে শহরটির ডেপুটি মেয়র সেরহিই ওরলোভ জানিয়েছিলেন, ‘‘আমাদের বেসামরিক নাগরিকেরা সরে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু গোলাগুলির কারণে তারা তা পারছেন না৷''
ইউক্রেনের বার্তাসংস্থা ইউক্রাইনিস্কি নোভিনি জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি সমর্থ নাগরিকদের শহরে থেকে যুদ্ধে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘সবাই চলে গেলে এটা কাদের শহর হবে?''
তবে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া৷ মস্কোর সংবাদমাধ্যম রিয়া নোভোস্তিকে দেয়া সাক্ষাৎকারে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী পালটা অভিযোগ করেছেন, ইউক্রেনের ‘জাতীয়তাবাদীরা' বেসামরিক নাগরিকদের চলে যেতে বাধা দিচ্ছে৷
এডিকে/এআই (এএফপি, রয়টার্স)