1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরমাণু বিদ্যুৎ কেন্দ্র

২০ ফেব্রুয়ারি ২০১২

আগামী বছরের মধ্যে রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু হবে৷ বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, এই বিদ্যুৎ কেন্দ্র ঘিরে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হচ্ছে নিরাপত্তার বিষয়টিকে৷

https://p.dw.com/p/145hS
A Greenpeace activist hangs in back of an anti-nuclear sign in front of Mexico's Energy Secretariat (Sener) during a protest in Mexico City, Thursday March 31, 2011. The sign reads in Spanish, "Nuclear? No, Thanks!" (AP Photo/Alexandre Meneghini)
ছবি: AP

পাবনা জেলার ঈশ্বরদির রূপপুরে পদ্মা নদীর পাড়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য গত আড়াই বছরে বেশ কিছু চুক্তিসহ অনেকগুলো ধাপ পার করেছে সরকার৷ এর মধ্যে রাশিয়ার সঙ্গে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও অর্থ সহায়তা নিয়ে চুক্তি হয়েছে৷ এখন অর্থ ছাড় নিয়ে আরো একটি চুক্তি সই হবে৷ এই বিদ্যুৎ কেন্দ্র ঘিরে নিরাপত্তার জন্য গঠন করা হবে আলাদা কর্তৃপক্ষ৷ শিগগিরই এ নিয়ে রাশিয়ার সঙ্গে আরো একটি চুক্তি হবে৷ বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, এখানে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হচ্ছে নিরাপত্তার বিষয়টিকে৷

পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিভিন্ন বিষয়ে তদারকি ও বিশেষজ্ঞ দিয়ে সহায়তা করছে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন৷ রবিবার বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করার পর আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রক্রিয়ায় বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন৷

প্রাথমিকভাবে এখান থেকে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের৷ আগামী বছর এর নির্মাণ কাজ শুরু হলে সবচেয়ে কম দরের এই বিদ্যুৎ পেতে সময় লাগবে ৭ বছরের মত৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: অরুণ শহ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য