পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হবে ২০১২ সালে
১৫ অক্টোবর ২০১০পাবনার রূপপুরে ১৯৬২ সালে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া শুরু হয়৷ তখন ভূমি অধিগ্রহণসহ আরো অনেক কাজ এগিয়ে গেলেও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আর বাস্তবে রূপ পায়নি৷ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি বাস্তবে রূপ দেয়ার উদ্যোগ নেয়৷আর এক্ষেত্রে রাশিয়ার সহায়তা নেয়া হচ্ছে৷ বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান জানান, ইতিমধ্যেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি সই হয়েছে৷
তিনি জানান, আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা পরমাণু বিদ্যুৎ প্রকল্প অনুমোদন দিয়েছে৷ মন্ত্রী আশা করেন ২০১২ সাল নাগাদ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হবে৷প্রথম পর্যায়ে ১ হাজার মেগাওয়াট এবং ২য় পর্যায়ে আরো ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে এই কেন্দ্র থেকে৷ ২০২১ সাল নাগাদ মহাজোট সরকার ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায়৷ এর ১০ ভাগ বিদ্যুৎ পাওয়া যাবে এই কেন্দ্র থেকে৷
ইয়াফেস ওসমান বলেন উন্নত বিশ্বের ২৪ ভাগ বিদ্যুৎই উৎপাদন হয় পারমাণবিক শক্তি থেকে৷ বাংলাদেশও সেদিকেই যাচ্ছে৷ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৫০ বছর আগে রূপপুরে ২ হাজার ৯শ' একর ভূমি অধিগ্রহন করা হয়৷ বিদ্যুৎ কেন্দ্রটি হলে যাদের ভূমি অধিগ্রহণ করা হয়ছে তারা স্বস্তি পাবেন৷
প্রতিবেদক:হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক