1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ টুইটারে

আরাফাতুল ইসলাম১৫ জুন ২০১৫

রোহিঙ্গা ইস্যুতে এখন সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম৷ টুইটারে বিভিন্নভাবে ঘুরে ফিরে আসছে রোহিঙ্গাদের দুর্দশার কথা৷ পাশাপাশি তাদের নিয়ে মৌলবাদীদের বিভ্রান্তিকর প্রচারণাও নজর কাড়ছে মিডিয়ার৷

https://p.dw.com/p/1Fhbe
Indonesien Rohingya Flüchtlinge
ছবি: Reuters/R. Bintang

মিয়ানমারে নিপীড়নের শিকার রোহিঙ্গাদের একটি বড় অংশ এখন বাস করছে বাংলাদেশে৷ বাংলাদেশে মূল ভূখন্ডে শরণার্থী ক্যাম্পে তাদের আশ্রয়৷ বাংলাদেশ সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে রোহিঙ্গাদের সরিয়ে নেয়া হবে হাতিয়া দ্বীপে, যেখানে দৃশ্যত কোনো মানুষ বসবাস করে না৷ টুইটারে এই নিয়ে আলোচনা করেছেন অনেকে৷

এদিকে, রোহিঙ্গাদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে চলছে ইংরেজিতে #ব্ল্যাক৪রোহিঙ্গা ক্যাম্পেইন৷ অনেকে হ্যাশট্যাগটি ব্যবহার করে বিভিন্ন ছবি পোস্ট করেছেন টুইটারে৷ টপসি ডটকমে প্রকাশিত হিসেব অনুযায়ী, গত একমাসে হ্যাশট্যাগটি ব্যবহার হয়েছে পাঁচ হাজারবারের বেশি৷

উল্লেখ্য, সমুদ্রপথে অবৈধভাবে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় যাওয়াকে কেন্দ্র করে সম্প্রতি আলোচনায় আসে রোহিঙ্গারা৷ আন্তর্জাতিক গণমাধ্যমে এখন নিয়মিতই জায়গা পাচ্ছে তাদের নিয়ে বিভিন্ন খবর৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য