1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে অভিবাসন

১৪ অক্টোবর ২০১২

গোটা ইউরোপের অনেক দেশ থেকেই জার্মানিতে পাড়ি দিচ্ছে হাজার হাজার মানুষ৷ তবে সার্বিয়া ও মেসিডোনিয়া থেকে আসা রোমা ও সিন্টিদের ঢল নিয়ে জার্মান সরকারই এখন বিব্রত৷ তারা এখন এই ঢল ঢেকানোর উপায় খুঁজছে৷

https://p.dw.com/p/16Pdd
Eine Gruppe Roma steht in Berlin - Tiergarten an einer Bushaltestelle, aufgenommen am 13.09.2010. Berlins Innensenator hat die Diskussion um eine Abschiebung von Roma aus Deutschland in das Kosovo als Scheindebatte bezeichnet. Foto: Robert Schlesinger
ছবি: picture-alliance/dpa

মাত্র ৭৮ জন, এই ছিলো জার্মানিতে দুই বছর আগে সার্বিয়া ও মেসিডোনিয়া থেকে আশ্রয় প্রার্থীর সংখ্যা৷ আর সেপ্টেম্বর মাসেই এই সংখ্যাটি দাঁড়িয়েছে ২৪৩৫ জনে৷ জার্মানিতে রোমা ও সিন্টিদের আগমন রকেট গতিতে বাড়ছে৷ যে ভিসা পদ্ধতি উঠিয়ে দেওয়া হয়েছিলো সার্বিয়া ও মেসিডোনিয়ার জন্য সেটা নিয়ে এখন নতুন করে ভাবছেন জার্মানির রাজনীতিকরা৷ ২০০৯ সাল থেকে এই দুটি দেশ ইউরোপীয় ইউনিয়নে ভিসামুক্ত প্রবেশাধিকার ভোগ করছে৷ আর এই সুযোগে দিন দিন বাড়ছে সার্বিয়া ও মেসিডোনিয়া থেকে আসা রোমা ও সিন্টিদের সংখ্যা৷ এই ব্যাপারে জার্মানির অভিবাসন ও শরণার্থী বিভাগের প্রেসিডেন্ট মানফ্রেড শ্মিট বলেন, আমাদের মতে, সার্বিয়া ও মেসিডোনিয়াকে যে ভিসামুক্ত সুবিধা দেওয়া হয়েছে তার অপব্যবহার করা হচ্ছে এবং এটি এই ভিসামুক্ত নীতির পরিপন্থী৷ এই নিয়মের একটি ফলাফল তো দেখা যাবেই৷

বলকান অঞ্চলের দুই দেশ মেসিডোনিয়া ও সার্বিয়ার আর্থিক অবস্থা খুব ভালো নয়৷ সেই দেশের রোমা এবং সিন্টিদের অবস্থা আরও খারাপ৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, সার্বিয়ার শতকরা ৬০ ভাগ রোমা এবং সিন্টিরা দারিদ্র্যের মধ্যে বাস করে৷ তারা খাবার এবং বিশুদ্ধ পানির অভাবে ভোগে৷ বিশেষ করে শীতের সময় তাদের অবস্থা বেশি খারাপ হয়ে যায় কারণ বাড়িগুলোতে ঠান্ডা ঠেকানোর উপযুক্ত ব্যবস্থা থাকে না৷ এই অবস্থাতে তাদের অনেকেই জার্মানিতে পাড়ি জমায় এবং এখানে কিছুদিন কাটিয়ে যায়৷ এতে তাদের আর্থিক লাভও হয়ে থাকে৷ এটি আবার জার্মানির জন্য আর্থিক ক্ষতি, যেমনটি জানালেন মানফ্রেড শ্মিট৷

আমরা দেখছি পরিবার পরিজন নিয়েই অনেকে চলে আসছে৷ আর তারা যে পরিমাণ টাকা এখানে আয় করে সেটি তাদের একমাসের আয়ের তিনগুণ৷ সমস্যা হলো তারা কয়দিনের জন্য জার্মানিতে থাকে সেটি৷ কারণ তারা এখানে আট সপ্তাহ কিংবা তিন মাসের মতো থাকে৷ এবং সেই টাকা দিয়েই সার্বিয়া কিংবা মেসিডোনিয়াতে বছরের বাকি সময় পার করে দেয়৷

Ein Transparent mit der Aufschrift "Rom(a) bleiben!" hängt am Donnerstag (28.05.2009) vor der St. Marien-Liebfrauen-Kirche im Berliner Stadtteil - Kreuzberg. Eine Roma-Gruppe, darunter etliche Kinder, sitzt seit Donnerstag in der Kirche. Die Menschen hätten ihn ziemlich überrumpelt, so der Pfarrer zu dpa. Er schätzte ihre Zahl auf etwa 50. Sie wollten laut einem Schreiben auf die prekäre Situation der Sinti und Roma in Berlin und Europa aufmerksam machen. Foto: Alina Novopashina dpa/lbn +++(c) dpa - Report+++
রোমারা এখানে থাকবে, রোম মানে মানুষ, বার্লিনে এভাবে অনেকে তাদের পক্ষে দাঁড়িয়েছেছবি: picture-alliance/dpa

জার্মানির সাংবিধানিক আদালতের এক রায়ের কারণে বর্তমানে এই সুবিধা ভোগ করছে রোমা এবং সিন্টিরা৷ আদালতের রায়ের কারণে তারা বাকিদের মতো সমান সামাজিক সুযোগ সুবিধা পাচ্ছে৷ জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রী হান্স পেটার ফ্রিডরিশও এই নিয়মের বিরোধিতা করছেন৷ তিনি মত ব্যক্ত করেছেন যে ইউরোপীয় ইউনিয়নের উচিত এই ভিসামুক্ত ব্যবস্থা স্থগিত করা৷ কারণ এর ফলে এই সুযোগের অপব্যবহার বাড়ছে৷ তার সঙ্গে সুর মিলিয়েছে জার্মানির হেসে এবং বাভারিয়া রাজ্যও৷

তবে জার্মান সরকারের এই মনোভাবের সমালোচনাও রয়েছে৷ যেমন জার্মানিতে আশ্রয় নিতে আসা অভিবাসীদের জন্য কাজ করেন মারি পেলৎসার৷ তিনি বলেন, জার্মান সরকারের এই ধরণের একগুঁয়েমি মনোভাব পুরোপুরি ভুল৷ এটি জার্মান সমাজে বর্ণবিদ্বেষের কারণ হয়ে দাঁড়াতে পারে৷ রোমা এবং সিন্টিরা তাদের দেশে শীতকালে ঠিকমত বেঁচে থাকতে পারে না বলেই জার্মানিতে আসে৷ মারি পেলৎসারের মতে, আশ্রয়প্রার্থীর সংখ্যা বাড়লেও সেটি খুব বেশি হয়ে যায় নি৷ আর এদেশে রাজনৈতিক আশ্রয় দেওয়ার হারও প্রায় শূন্য৷

প্রতিবেদন: স্টেফানি হ্যোপনার / আরআই

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য