রোহিঙ্গা ইস্যুতে সু চি'র ওপর আসিয়ানের চাপ
১৮ মার্চ ২০১৮অস্ট্রেলিয়ার সিডনিতে আসিয়ান-অস্ট্রেলিয়ার সম্মেলন তিন দিনের এই বিশেষ সম্মেলন শেষ হয় রোববার৷ বৈঠকে মিলিত হন শীর্ষ নেতারা৷ সেই বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের নেতা অং সান সু চি'র ওপর চাপ প্রয়োগ করেন আসিয়ানের নেতারা৷
রোহিঙ্গা ইস্যুতে তাঁর অস্বাভাবিক নির্লিপ্ততা ও সামরিক বাহিনীর পক্ষে সাফাই গাওয়া নিয়ে সারা বিশ্বে চরম সমালোচনার মুখে আছেন সু চি৷ তাঁর দেশের সামরিক বাহিনীর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো এবং সাত লাখেরও বেশি রোহিঙ্গার দেশ ত্যাগে বাধ্য হওয়াকে ‘জাতি নিধন' বলে বরাবরই উল্লেখ করছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা৷
সম্মেলনের সমাপনী সংবাদ সম্মেলনে আয়োজক দেশ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন যে, রোহিঙ্গা ইস্যু নিয়ে বিস্তারিত কথা হয়েছে৷ ‘‘আজ আমরা রাখাইন রাজ্যের অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি৷ অং সান সু চি-ও বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে খোলাখুলি কথা বলেছেন৷'' বলছিলেন টার্নবুল৷ ‘‘এটুকু বলতে পারি, খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে৷''
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন আসিয়ানের চলতি বছরের চেয়ারম্যান সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং৷ তিনি স্বীকার করেন যে, আসিয়ান দেশগুলো বিষয়টি নিয়ে বিচলিত হলেও কার্যকর কিছু করতে পারেনি৷
‘‘বিষয়টি আসিয়ান দেশগুলোর জন্য উদ্বেগের৷ কিন্তু এখনো কোনো সমাধানের পথ বের করা যায়নি৷'' বলছিলেন লি৷
দুই শীর্ষ নেতাই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানকে সমর্থন জানাবেন বলে জানিয়েছেন৷ যাঁরা বাস্তুচ্যুত হয়েছেন তাঁদের সহযোগিতা করবেন বলেও জানান৷
দক্ষিণ-পূর্ব এশিয়ার দশ রাষ্ট্রের জোট আসিয়ান৷ এর মধ্যে আছে ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম৷ অস্ট্রেলিয়া এই জোটের ডায়লগ পার্টনার৷
এই জোটের বৈশিষ্ট্য হলো, তারা এক সদস্য রাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না৷ কিন্তু রোহিঙ্গা ইস্যুতে তারা চুপ থাকতে পারেনি৷ বিশেষ করে মালয়েশিয়া বিষয়টি নিয়ে বরাবরই উচ্চকণ্ঠ ছিল৷ তারা মিয়ানমারের সামরিক বাহিনীর ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে আসিয়ান নেতৃত্বাধীন স্বাধীন তদন্তের আহ্বানও জানিয়েছে৷
শনিবারের আলোচনায় মালয়েশিয়ার নেতা নাজিব রাজাক সু চি'র ওপর চাপ প্রয়োগ করেন৷ বলেন, রোহিঙ্গা ইস্যু আঞ্চলিক নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ৷ এটি ইসলামিক স্টেটের মতো জঙ্গিবাদী দলগুলোকে উস্কে দিতে পারে৷
রবিবারের সংবাদ সম্মেলনে অবশ্য সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি বলেন, রাখাইন অঞ্চলে উগ্রবাদ ছড়িয়েছে সিঙ্গাপুরের কাছে এমন কোনো গোয়েন্দা তথ্য নেই৷ ‘‘তবে বিষয়টিকে একেবারে উড়িয়ে দেয়া যাবে না৷ নজর রাখতে হবে৷'' বলেন তিনি৷
বৈঠকের বাইরে সু চি এখনো কোনো বক্তব্য দেননি৷ সোমবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি৷এরপর মঙ্গলবার সিডনির লোয়ি ইন্সটিটিউটে বক্তব্য দেয়ার কথা রয়েছে তাঁর৷
এই শীর্ষ সম্মেলন থেকে ২৯ দফা ঘোষণা এসেছে৷ সেখানে আঞ্চলিক নিরাপত্তা, দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি মোকাবেলা ও কোরীয় উপদ্বীপে চলমান সংকট নিয়ে ঘোষণা এসেছে৷ তবে রোহিঙ্গা সংকট নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি৷ এছাড়া অস্ট্রেলিয়ার সঙ্গে আসিয়ান দেশগুলোর নিরাপত্তা বিষয়ে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে৷
এদিকে, এই সম্মেলনকে ঘিরে রোহিঙ্গা ইস্যুসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় চলমান নানা সংকটের বিরুদ্ধে হাজারো মানুষ প্রতিবাদ করেছেন অস্ট্রেলিয়ায়৷ তারা সু চি'র প্রতিকৃতিতে হিটলারের গোঁফ লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন৷
জেডএ/এসিবি (এএফপি)