শান্তিনিকেতনে ইডি, কেষ্ট-ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি
৩ আগস্ট ২০২২কলকাতা এবং শহরতলির একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। সাবেক শিক্ষামন্ত্রী এবং শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে তারা। এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৫০ কোটি টাকা এবং বিপুল পরিমাণ গয়না। কলকাতা এবং আশপাশে পার্থ এবং অর্পিতার একাধিক বাড়ি, পার্লার, বাগানবাড়ি, স্কুল, জমির খোঁজ মিলেছে। এবার ইডি পৌঁছেছে শান্তিনিকেতনে। সেখানেও পার্থ-অর্পিতার একাধিক বাড়ি এবং সম্পত্তি আছে বলে ইডি সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছে।
শুধু পার্থ-অর্পিতা নয়, শান্তিনিকেতন লাগোয়া সিউড়িতে ইডির একটি দল তল্লাশি অভিযান চালাচ্ছে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের এক ঘনিষ্টের বাড়িতেও। সরকারিভাবে না বললেও ইডি সূত্র জানিয়েছে, ওই তল্লাশির সঙ্গে পার্থ-অর্পিতার সম্পর্ক নেই, বরং অনুব্রত মণ্ডলের সম্পর্ক থাকতে পারে। অনুব্রত মণ্ডলের বাড়ির নাম কেষ্ট। মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে কেষ্ট বলেই ডাকেন।
ইডি জানিয়েছে, বুধবার সকালে সিআরপিএফ জওয়ানদের নিয়ে সিউড়িতে কেষ্ট-ঘনিষ্ট তৃণমূল নেতা এবং পাথর ব্যবসায়ী টুডু মণ্ডলের বাড়িতে পৌঁছায় ইডি। দিনভর সেখানে তল্লাশি চালানো হচ্ছে। অনুব্রতের আরেক ঘনিষ্টের বাড়িতেও এদিন তল্লাশি অভিযানে গেছে ইডি।
কয়লা পাচার মামলায় অনুব্রতকে আগেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তার নামে গরু পাচারের মামলাও আছে। সেই সূত্রেই ইডি এদিন তল্লাশি চালাচ্ছে কি না, তা এখনো স্পষ্ট নয়। বস্তুত, আগে অনুব্রতের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেপ্তার করেছিল সিবিআই। বীরভূমের নানা জায়গায় তার নামে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের দাবি, সায়গল জানিয়েছেন, টুডু তার ব্যবসা দেখাশোনার কাজ করতেন। সেই সূত্রেই এদিন টুডুর বাড়িতে ইডি পৌঁছেছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি পার্থ-অর্পিতার সম্পত্তিরও খোঁজ চলছে।
এসজি/জিএইচ (পিটিআই)