সাইবার যোদ্ধার উপর হামলা
২০ সেপ্টেম্বর ২০১৩একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ফেব্রুয়ারি মাসে শাহবাগে শুরু হয় গণআন্দোলন৷ ব্লগারদের আহ্বানে আমজনতার সেই গণজাগরণ থেকে সৃষ্টি গণজাগরণ মঞ্চ৷ শাহবাগের এই আন্দোলনকে ঘিরে তৈরি হয় বেশ কয়েকটি ফেসবুক পাতা৷ সেগুলোর একটি ‘‘শাহবাগে সাইবার যোদ্ধা৷''
বৃহস্পতিবার ছবিসহ এক ফেসবুক বার্তায় ‘‘শাহবাগে সাইবার যোদ্ধা'' কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‘শাহবাগ আন্দোলনের প্রথম প্রহরের সঙ্গী ইমন আকন্দ গত সন্ধ্যায় জামায়াত শিবিরের হামলায় তাঁর নিজ এলাকা কিশোরগঞ্জে গুরুতর আহত হয়েছে৷ সাথে তাঁর আরো তিন জন বন্ধুও আহত হয়েছে৷''
ইমন আকন্দের উপর হামলার প্রতিবাদে শাহবাগে মশাল মিছিলেরও আয়োজন করা হয়৷ এই মিছিলের কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেছেন অনন্ত আহমেদ৷ তিনি লিখেছেন, ‘‘শাহবাগে সাইবার যুদ্ধ পেজ-এর অন্যতম এডমিন ‘‘ইমন আকন্দ''-এর উপর জামাত-শিবির এর নগ্ন আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি৷ এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজ শাহবাগ, প্রজন্ম চত্বর থেকে এক প্রতিবাদী মশাল মিছিল বের হয়, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করে৷''
ব্লগার আরিফ জেবতিক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘‘পিসি থেকে ফেসবুকে ঢুকেই দুঃসংবাদটা চোখে পড়ল-শাহবাগে সাইবারযুদ্ধ পেজের সাবেক এডমিন, ছাত্রলীগ নেতা ইমনকে কিশোরগঞ্জে আজ হামলা করে গুরুতর আহত করেছে শিবিরের ***৷''
এই বিষয়ে অনলাইন পত্রিকা পরিবর্তন ডটকম লিখেছে, ‘‘কুখ্যাত রাজাকার কাদের মোল্লার প্রথম রায় ঘোষণার পর ৫ই ফেব্রুয়ারি যে কয়েকজন যোদ্ধা রাজপথে নেমে আন্দোলন করেছিলেন তাদের মধ্যে ইমন আকন্দ অন্যতম৷ শাহবাগে সাইবার যুদ্ধ পেজের অ্যাডমিনও ছিলেন ইমন৷''
সন্ত্রাসী হামলায় আহত ইমন আকন্দ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ পরিবর্তন ডটকমকে তিনি বলেন, ‘‘শাহবাগের আন্দোলনে যোগ দেয়ার পর থেকেই আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল শিবিরের কর্মীরা৷ আমি পিছপা হইনি, বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই৷''
সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ