ড. কামালও তত্ত্বাবধায়ক সরকার চান
২ জানুয়ারি ২০১২আর ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মিসবাহুর রহমান সরকারি দলের প্রস্তাব অনুয়ায়ী দুই জন, বিরোধী দলের প্রস্তাব অনুযায়ী দুই জন এবং রাষ্ট্রপতির পছন্দে এক জন – মোট এই পাঁচ জনকে নিয়ে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেছেন৷
নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে ১৪ জন প্রতিনিধি নিয়ে অংশ নেন ড. কামাল হোসেন৷ তিনি সংলাপে জানিয়েছেন অন্তত আরো দু'টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া প্রয়োজন৷ দেশের সর্বোচ্চ আদালতের রায়ের নির্দেশনায়ও একথা বলা আছে৷ তবে তিনি মনে করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা যেতে পারে৷
সদ্য বিদায়ী প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার যে বিধান ছিল তা পরিবর্তন করা যেতে পারে৷ কারণ এতে বিচার বিভাগের ওপর এক ধরনের চাপ পড়ে৷ তিনি নির্বাচন কমিশনার নিয়োগে নতুন আইনের প্রস্তাব করেছেন৷ আইন অনুযায়ী একটি সার্চ কমিটি গঠন করা হবে৷ তারা নয় জনের নাম প্রস্তাব করবেন৷ সেখান থেকে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনার ও প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন৷
এদিকে ইসলামী ঐক্যজোটের একাংশ সংলাপে অংশ নিয়ে সরকারি দলের প্রস্তাব অনুয়ায়ী দুই জন, বিরোধী দলের প্রস্তাব অনুযায়ী দুই জন এবং রাষ্ট্রপতির পছন্দে এক জন – মোট এই পাঁচ জনকে নিয়ে নির্বাচন কমিশন গঠনের জন্য মত দিয়েছে৷ দলের নেতা মিসবাহুর রহমান জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের মতামতের ভিত্তিতে একটি নিরপেক্ষ অন্তরবর্তী সরকার প্রয়োজন৷ সেটি তত্ত্বাবধায়ক সরকার হতে পারে অথবা অন্য কোন কাঠামোতেও হতে পারে৷
নির্বাচন কমিশনে নিবন্ধিত দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এই সংলাপ করছেন৷আগামী ১১ই জানুয়ারি বিএনপি এবং ১২ই জানুয়ারি আওয়ামী লীগের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে৷ এর উদ্দেশ্য একটি দক্ষ এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন৷ আগামী মাসে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই