‘সব নিখোঁজকে জীবিত ফিরিয়ে আনুন'
২০ মার্চ ২০১৫বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ ১১ দিন ধরে নিখোঁজ৷ গত ১০ই মার্চ উত্তরার একটি বাসা থেকে তিনি ‘নিখোঁজ' হয়েছেন বলে তাঁর স্ত্রী হাসিনা আহমেদের দাবি৷ তিনি জানিয়েছেন, সালাহ উদ্দিন আহমমেদকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে৷ আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে৷
সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজের দিন থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের প্রতি এ বিষয়ে পদক্ষেপ নেয়ার দাবি জানানো হচ্ছে৷ টুইটারে এ বিষয়েই বিভিন্ন সংবাদপত্রের খবর এবং ব্যক্তির বক্তব্য ও দাবির ছড়াছড়ি৷ সাবরিনা আহমেদ-এর দাবিটি ‘অরাজনৈতিক' সব মানুষের মনের কথা৷ যে কোনো মানুষের নিখোঁজ হওয়ার ঘটনা বন্ধ করে, সব নিখোঁজকে জীবিত ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তিনি৷
তবে কেউ কেউ গুম বা নিখোঁজের ঘটনাগুলোকে শুধু রাজনৈতিক মোড়কে রেখেই এমন ঘটনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন৷
অথচ সবাই জানেন, বাংলাদেশে যে শুধু রাজনৈতিক প্রতিপক্ষই গুম বা নিখোঁজ হন, তা ঠিক নয়৷ গত সপ্তাহেই সিলেটে এক পুলিশ কর্মীর বাড়িতে এক নিখোঁজ শিশুর লাশ পাওয়া গেছে৷ টুইটারে সেই খবরও আছে৷
পুলিশ অপরাধ দমন না করে অপরাধকর্মে জড়িয়ে গেলে সাধারণ মানুষের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা কমবে এটাই স্বাভাবিক৷ সে কারণেই হয়ত একজন লিখেছেন, ‘‘এখন পুলিশের আসল কাজই হলো মানুষকে ঘুষ খাওয়া আর অপহরণ করা৷ শিগগিরই তাঁরা বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ বাহিনী হিসেবে পুরস্কার পাবে৷''
এমন কথা বোধহয় চরম ক্ষোভ বা হতাশা থেকেই বলা সম্ভব৷ সব পুলিশ তো আর ঘুস খায় না বা অপহরণ করেন, অনেকে আবার অপহৃতকে উদ্ধারও করে৷ এমন খরবরও আছে টুইটারে৷
বাংলাদেশের অধিকাংশ মানুষের একটাই কামনা – পুলিশ এবং আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত অন্যান্য বাহিনী অপরাধে না জড়িয়ে শুধু অপরাধ দমনেই ব্যস্ত থাকুক, সব নিখোঁজ ব্যক্তি জীবিত অবস্থায় প্রিয়জনদের মাঝে ফিরুক৷
সংকলন: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: দেবারতি গুহ
Politics51 @politics51
Whats happening in Bangladesh, was once the HR situation in Maldives, Illegal Abduction and corruption @ahmed_nihan