সহিংসতা বাড়ছে: বেড়েছে হরতালের সময়
৩ ফেব্রুয়ারি ২০১৫
৬ই জানুয়ারি থেকে শুরু হওয়া টানা অবরোধ এবং হরতালের মধ্যে সবচেয়ে নৃশংস ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোরে, রাজধানী ঢাকা থেকে ৭০ কি.মি. দক্ষিণ-পূর্বে কুমিল্লা জেলা এলাকায়৷ কুমিল্লার চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছোড়া হলে সাতজন যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে নিহত হন৷ এছাড়া বোমায় ঝলসে যান আরো অন্তত ২৪ জন যাত্রী৷ বাসটি কক্সবাজার থেকে ঢাকা আসছিল৷ নিহতদের মধ্যে এক কিশোরী, একজন নারী এবং তাঁর পাঁচ বছর বয়সের কন্যা সন্তানও ছিল৷ জানা যায়, বাসটি নাকি পুরোপুরি ভস্মীভূত হয়েছে৷
এ নিয়ে বাসে আগুন এবং পেট্রোল বোমা হামলায় গত ২৯ দিনে ঢাকাসহ সারাদেশে মোট ৫৪ জন নিহত আর ১০৫ জন ঝলসে গেছেন৷ এ সময়ে সাড়ে পাঁচশ'র মতো বাস ও ট্রাকে আগুন দেয়া হয়েছে অথবা পেট্রোল বোমা ছোড়া হয়েছে৷
এই সব নাশকতার জন্য সরকার বিএনপিসহ ২০ দলকে দায়ী করলেও, ২০ দলও দায়ী করছে সরকারকে৷ নাশকতাসহ সহিংসতার ঘটনায় এ পর্যন্ত সারা দেশে চার হাজারের বেশি মামলা হয়েছে৷ আর গ্রেপ্তার করা হয়েছে প্রায় ছয় হাজার মানুষকে৷ কিন্তু নাশকতা থামাতে পারছে না আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷ তাঁরাও আক্রান্ত হচ্ছেন৷ পুলিশ পাহারায় চলাচলকারী ট্রাক বহরেও হামলা হয়েছে৷
নাশকতাকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা, নাশকতাকারীদের গুলির নির্দেশেও নাশকতা কমছে না৷ উল্টো রেল লাইনেও নাশকতা শুরু হয়েছে৷
ওদিকে বোমায় দগ্ধদের একমাত্র পূর্নাঙ্গ চিকিত্সা কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের বার্ন ইউনিটে দগ্ধ রোগীর সংখ্যা বেড়েই চলেছে৷ বার্ন ইউনিটের আবাসিক চিকিত্সক ডা. পার্থ শঙ্কর পাল ডয়চে ভেলেকে জানান, ‘‘গত একমাসে হরতাল-অবরোধে আগুন এবং বোমায় দগ্ধ হয়ে ১১১ জন ভর্তি হয়েছেন৷ তাঁদের মধ্যে ৬১ জন এখনো চিকিত্সা নিচ্ছেন৷ এঁদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক৷ তাঁরা বেঁচে থাকলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না৷''
তিনি জানান, মঙ্গলবার কুমিল্লায় পেট্রোল বোমায় আহতদের ছ'জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে৷
বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা ডা. সামন্ত লাল সেন জানান, ‘‘চিকিত্সা নিতে আসা অগ্নিদগ্ধ প্রায় সবাই দরিদ্র পরিবারের৷ চিকিত্সার ব্যয়ভার বহন করার মতো ক্ষমতাও অনেকের নেই৷ এ সব রোগীদের শেষ পর্যন্ত অনেকেই নিজের কর্মক্ষমতা হারিয়ে ফেলেন৷''
তাঁর কথায়, ‘‘এ সব আগুনে দগ্ধ রোগীদের জন্য একটি স্থায়ী পুনর্বাসন সেন্টার করা প্রয়োজন, যাতে সেখান থেকে তাঁরা জীবন নির্বাহের অন্তত ন্যূনতম সহায়তাটুকু পেতে পারেন৷''
অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে৷ মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ সকল জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও বরেণ্য বিশিষ্ট নাগরিকবৃন্দের বিরুদ্ধে অব্যাহতভাবে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি চলমান ৭২ ঘণ্টার ‘শান্তিপূর্ণ' হরতাল আগামী ৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বর্ধিত করা হলো৷''
উল্লেখ্য, হরতাল বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানোর কারণে বুধবারের এসএসসি পরীক্ষা শনিবারে অনুষ্ঠিত হবে৷ এর আগে সোমবারে পরীক্ষা শুক্রবারে অনুষ্ঠিত হয়৷