1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি হত্যাকাণ্ড

আরাফাতুল ইসলাম১৭ অক্টোবর ২০১২

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন বাংলা ব্লগাররা৷ বর্বরোচিত এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সাংবাদিকদের সঙ্গে আন্দোলন করছেন ব্লগাররাও৷

https://p.dw.com/p/16RCJ
ছবি: DW

‘চা খাওয়ালেও চুপ হবে না ব্লগাররা' - এই স্লোগান নিয়ে আন্দোলন শুরু করেছিলেন বাংলা ব্লগাররা৷ গত ফেব্রুয়ারিতে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি হত্যাকাণ্ডের পর রাজপথে নামেন তারা৷ সাংবাদিক নেতারা যখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে চা চক্রের পর আন্দোলন পিছিয়ে দেন, তখন এগিয়ে আসেন ব্লগাররা৷ সেসময় রাজপথে তাদের আন্দোলন ব্যাপক সাড়া জাগায়৷

পেরিয়েছে ২৫০ দিন

সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের পর পেরিয়ে গেছে ২৫০ দিন৷ এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোন ‘মোটিভ' জানাতে পারেনি তদন্তকারীরা৷ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর গত ৯ই অক্টোবর অবশ্য জানান, ‘‘ডা. নিতাই হত্যার সঙ্গে জড়িত চার ডাকাত এবং তাঁর গাড়ি চালক সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত৷ আর সাগর-রুনির ফ্ল্যাটের দু'জন দারোয়ান রুদ্র পলাশ এবং হুমায়ুন ওরফে এনামুল এবং সাগর-রুনির পারিবারিক বন্ধু তানভির এই হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে৷''

বলাবাহুল্য, স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর ফেসবুক এবং বাংলা ব্লগে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে৷ ব্লগার আবু সুফিয়ান পিপলসব্লগ বিডি ডটকমে এই বিষয়ে লিখেছেন, ‘গ্রিলকাটা চোর আর তানভীর নাকি সাগর-রুনিকে খুন করেছে৷ তাহলে সেই বাসা থেকে চুরি যাওয়া ল্যাপটপ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র কোথায়? তারা খুন করলে নিশ্চয়ই তার সন্ধানও পেয়েছে সরকার?'

Blogger Protest in Dhaka
ব্লগার আবু সুফিয়ানছবি: DW

‘হাস্যকর' বক্তব্য

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার একটি বিভাগে জুরি অ্যাওয়ার্ড জয়ী এই ব্লগার মনে করেন, সাধারণ মানুষ একেবারে ‘হাস্যকর' বিবেচনা করে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে৷ সুফিয়ান বলেন, ‘‘আগে থেকেই সন্দেহ করা হয়েছিল, এই হত্যাকাণ্ডের তদন্তের পরিণতি ভালো দিকে যাচ্ছে না৷ ব্লগাররা এই তদন্তের প্রাথমিক ফলাফল প্রত্যাখ্যান করেছে৷''

আবু সুফিয়ান জানান, বিভিন্ন ব্লগ সাইটে বাংলা ব্লগাররা এই বিষয়ে অনেক নিবন্ধ প্রকাশ করেছে৷ উদাহরণস্বরুপ তিনি বললেন, প্রীতম আহমেদের একটি গানের কথা৷ সাগর-রুনির হত্যাকারীদের বিচারের দাবিতে এই গানটি লিখেছেন প্রীতম, যা ইন্টারনেটে শেয়ার করছেন ব্লগাররা৷ সুফিয়ান এই বিষয়ে বলেন, ‘‘প্রীতম আহমেদ নামক একজন (শিল্পী) সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে একটি গান লিখেছেন৷ এবং তিনি নিজেই সেটিতে কণ্ঠ দিয়েছেন৷ গানটির প্রথম কলি হচ্ছে, ‘রাষ্ট্র অথবা খুনি ও সাগর-রুনি৷' প্রীতমের এই গানের খবরটি আমরা জেনেছি একটি ব্লগে৷ সেই ব্লগের ব্লগার এস. আলম অভি এই গানের কথা জানিয়েছেন৷ আরেকজন ব্লগার যিনি আলোর সন্ধানে ছদ্মনামে ব্লগ লেখেন, তিনি লিখেছেন, ‘অবশেষে সাগর-রুনি হত্যাকাণ্ড রহস্যের এক অযৌক্তিক সমাপ্তি ঘোষণা করল সরকার৷' অর্থাৎ বিভিন্ন ব্লগে ব্লগাররা কিন্তু এই তদন্তের ফলাফল প্রত্যাখ্যান করেছেন৷''

সাংবাদিকদের সঙ্গে আছেন ব্লগাররা

সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে সক্রিয় ব্লগারদের একজন আবু সুফিয়ান৷ চলতি বছর ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রেও তাঁর এই সাহসিকতা বিশেষ গুরুত্ব বহন করেছে৷ এই ব্লগার জানান, বর্তমানে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে একাত্ম হয়ে আন্দোলনে অংশ নিচ্ছেন ব্লগাররা৷ ফলে আলাদাভাবে ব্লগারদের বিশেষ কোন কর্মসূচি চোখে পড়ছে না৷ তবে প্রয়োজন হলে ব্লগাররা আবারো আলাদাভাবে খুনিদের বিচারের দাবিতে আন্দোলন করবে৷ তিনি বলেন, ‘‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক নেতারা যখন আন্দোলন কর্মসূচি পিছিয়ে দিয়েছিলেন, তখন এই ইস্যুটিকে জিইয়ে রাখতে এবং খুনিদের বিচারের দাবিকে চাঙ্গা করতে আমরা বাংলাদেশের ব্লগাররা রাজপথে নেমেছিলাম৷ এবং আমরা রাজপথে এখনো আছি৷ সাংবাদিক নেতাদের যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে যুগপৎভাবে আমরা ব্লগাররা কাজ করছি৷''

উল্লেখ্য, আমাদের শ্রোতা পাঠকরা ফেসবুকে এই বিষয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন৷ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে আমাদের পাঠক মাহবুবুল হক লিখেছেন, ‘শুরু থেকে সরকার এই ঘটনা নিয়ে গড়িমসি করছে৷ কোন রাঘব বোয়ালকে আড়াল করার জন্য এই অবস্থা৷'

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য