সাগর-রুনি হত্যা
১৮ ফেব্রুয়ারি ২০১২সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি৷ এরইমধ্যে মামলার তদন্তভার থানা পুলিশের কাছ থেকে মহানগর গোয়েন্দা বিভাগের কাছে দেয়া হয়েছে৷ কিন্তু তাতেও জিজ্ঞাসাবাদের বাইরে তদন্তে নতুন কোন অগ্রগতির খবর মিলছে না৷ এ অবস্থায় সাংবাদিক নেতারা এই তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেছেন৷ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আলতাফ মাহমুদ ডয়চে ভেলেকে বলেন, তদন্তে সময় ক্ষেপণের নামে মূল অপরাধীদের যেন আড়াল করা না হয়৷
আর বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা শনিবার ঢাকায় এক প্রতিবাদ সমাবেশে এই হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবী করেছেন৷ তাঁর অভিযোগ সরকারের প্রভাবশালী মহল আসল ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে৷
স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এর জবাবে বলেছেন, সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের তদন্ত ভিন্নখাতে নেওয়ার কোন সুযোগ নেই৷ এই ঘটনার তদন্তে অনেক ডাল পালা বের হচ্ছে ৷ তাই তদন্তে সময় লাগছে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে এই মামলার তদন্ত মনিটর করছেন৷ তাঁর প্রশ্ন প্রধানমন্ত্রীর চেয়ে কে বেশি প্রভাবশালী আছেন যে তদন্ত ভিন্নখাতে নিতে পারেন?
এদিকে, সাংবাদিক দম্পতি হত্যাকারীদের গ্রেফতার এবং সাংবাদিক হত্যা নির্যাতনের ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তি দাবীতে আগামী ২২শে ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশে সাংবাদিকদের সমাবেশ অনুষ্ঠিত হবে৷ আজ সাংবাদিক সংগঠনগুলোর এক যৌথসভার পর এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়৷ তারা হত্যাকাণ্ডের তদন্তে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন৷
অন্যদিকে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা নিহত সাগর-রুনি দম্পতির একমাত্র সন্তানের সব দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছে৷ উল্লেখ্য, রুনি এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার ছিলেন৷ এর আগে অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দম্পতির একমাত্র সন্তানের সব দায়িত্ব নেন৷ গত ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে সাগর-রুনি সাংবাদিক দম্পতিকে তাদের পশ্চিম রাজাবাজারের বাসায় হত্যা করা হয়৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম