1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি হত্যা

১৮ ফেব্রুয়ারি ২০১২

স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন জানিয়েছেন সাগর সরওয়ার- মেহেরুন রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের তদন্তে অনেক ডালপালা বেরোচ্ছে তাই তদন্তে সময় লাগছে৷ এদিকে এই খুনীদের গ্রেফতারের দাবিতে কর্মসূচি দিয়েছে সাংবাদিক সংগঠনগুলো৷

https://p.dw.com/p/145LT
Journalists on Sunday warned of waging a movement for the resignation of the home minister if the killers of the journalist couple Sagar Sarowar and Meherun Runi are not arrested in 24 hours. Sagar Sarowar worked for DW (Bengali) as editor from 2008 to 2011. He left DW last year. Copyright: DW/Harun Ur Rashid Swapan 13.02.2012, Dhaka
সাগর-রুনি হত্যার প্রতিবাদে সাংবাদিকদের কর্মসূচিছবি: DW

সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি৷ এরইমধ্যে মামলার তদন্তভার থানা পুলিশের কাছ থেকে মহানগর গোয়েন্দা বিভাগের কাছে দেয়া হয়েছে৷ কিন্তু তাতেও জিজ্ঞাসাবাদের বাইরে তদন্তে নতুন কোন অগ্রগতির খবর মিলছে না৷ এ অবস্থায় সাংবাদিক নেতারা এই তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেছেন৷ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আলতাফ মাহমুদ ডয়চে ভেলেকে বলেন, তদন্তে সময় ক্ষেপণের নামে মূল অপরাধীদের যেন আড়াল করা না হয়৷

আর বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা শনিবার ঢাকায় এক প্রতিবাদ সমাবেশে এই হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবী করেছেন৷ তাঁর অভিযোগ সরকারের প্রভাবশালী মহল আসল ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে৷

স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এর জবাবে বলেছেন, সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের তদন্ত ভিন্নখাতে নেওয়ার  কোন সুযোগ নেই৷ এই ঘটনার তদন্তে অনেক ডাল পালা বের হচ্ছে ৷ তাই তদন্তে সময় লাগছে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে এই মামলার তদন্ত মনিটর করছেন৷ তাঁর প্রশ্ন প্রধানমন্ত্রীর চেয়ে কে বেশি প্রভাবশালী আছেন যে তদন্ত ভিন্নখাতে নিতে পারেন?

এদিকে, সাংবাদিক দম্পতি হত্যাকারীদের গ্রেফতার এবং সাংবাদিক হত্যা নির্যাতনের ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তি দাবীতে আগামী ২২শে ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশে সাংবাদিকদের সমাবেশ অনুষ্ঠিত হবে৷ আজ সাংবাদিক সংগঠনগুলোর এক যৌথসভার পর এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়৷ তারা হত্যাকাণ্ডের তদন্তে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন৷

অন্যদিকে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা নিহত সাগর-রুনি দম্পতির একমাত্র সন্তানের সব দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছে৷ উল্লেখ্য, রুনি এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার ছিলেন৷ এর আগে অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দম্পতির একমাত্র সন্তানের সব দায়িত্ব নেন৷ গত ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে সাগর-রুনি সাংবাদিক দম্পতিকে তাদের পশ্চিম রাজাবাজারের বাসায় হত্যা করা হয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য