সাবেক মেয়র কামরানসহ ৩৮ জনের মৃত্যু
১৫ জুন ২০২০মারা যাওয়াদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ৬ জন নারী৷
এদিন মোট ১৫ হাজার ৭৩৩টি নমুনা সংগ্রহ করা হয়৷ পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৩৮টি নমুনা৷ তার মধ্যে তিন হাজার ৯৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে৷ মোট শনাক্ত ৯০ হাজার ৬১৯৷
নমুনা সংগ্রহ অনুপাতে শনাক্তের হার ২০ দশমিক ৬২ শতাংশ আর আক্রান্ত অনুপাতে মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ৷
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে সোমবার এসব তথ্য দেয়া হয়৷
আইইডিসিআর-র সর্বশেষ তথ্যানুযায়ী দেশে এখন পর্যন্ত ৩৪ হাজার ২৭ জন করোনা ভাইরাসকে পরাজিত করেছেন৷ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৭ দশমিক ৫৫ শতাংশ৷
আওয়ামী লীগ নেতা কামরানের মৃত্যু
সাবেক মেয়র ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কামরান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে মারা যান৷
বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তার ছেলে আরমান আহমেদ শিপলুর বরাত দিয়ে এ খবর নিশ্চিত করে৷
গত ৫ জুন সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৯ বছর বয়সি কামরানের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে৷ তার আগে ২৭ মে তার স্ত্রী আসমা কামরান কোভিড-১৯ আক্রান্ত হন৷
শারীরিক অবস্থার অবনতি হলে ৭ জুন কামরানকে ঢাকায় নিয়ে এসে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল৷
কামরানকে সিলেটে দাফন করার কথা৷
এসএনএল/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)