1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সার্কাসের জন্য রিকশা ভ্রমণ

১৭ জুলাই ২০১২

যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তানের শিশুদের আনন্দ দিতে ২০০২ সালে গড়ে ওঠে এমএমসিসি নামের একটি সার্কাস গোষ্ঠী৷ সেই থেকে এখনও পর্যন্ত প্রায় বিশ লক্ষ শিশুকে সার্কাসের মাধ্যমে আনন্দ দিয়ে চলেছে তারা৷

https://p.dw.com/p/15YrE
epa03301629 Afghan boys perform in front of a decorated rickshaw in the Rickshaw circus in Kabul, Afghanistan, 09 July 2012. The Rickshaw Circus is a social circus initiative in support of the Afghan Mobile mini Circus for Children. It will set out on a fundraising journey from Kabul, through Pakistan and Iran, ending the 8,000 km project in Istanbul, Turkey. According to the project's website: 'Rickshaw Circus is a group of Social Circus practitioners and associated supporters, with partner organizations in Germany, Canada and Turkey. The general aim is to support circus arts as a therapeutic tool and to work with children and youth affected by war, natural disasters and other forms of trauma.' EPA/S. SABAWOON
ছবি: picture-alliance/dpa

এমএমসিসি'র এক কর্মকর্তা বলছেন, যারা সার্কাস দেখে তারা আনন্দ পায়৷ আর যেসব শিশু সার্কাসে অংশ নেয় তারা আত্মবিশ্বাসী ও সুশৃঙ্খল হয়ে বেড়ে ওঠে৷

কিন্তু অর্থের অভাবে এমএমসিসি বন্ধ হতে চলেছে৷ তাই তাকে বাঁচাতে এগিয়ে এসেছেন ৪১ বছরের ক্যানাডিয়ান আদনান খান এবং তাঁর বান্ধবী ২৫ বছরের জার্মান তরুণী আনিকা স্মেডিং৷

এই দু'জন রিকশা করে কাবুল থেকে ইস্তান্বুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন৷ এর মাধ্যমে তাঁরা এমএমসিসি'র জন্য তহবিল সংগ্রহ করবেন৷

epa03301633 Afghan girls perform in a Rickshaw circus in Kabul, Afghanistan, 09 July 2012. The Rickshaw Circus is a social circus initiative in support of the Afghan Mobile mini Circus for Children. It will set out on a fundraising journey from Kabul, through Pakistan and Iran, ending the 8,000 km project in Istanbul, Turkey. 8,000 km project in Istanbul, Turkey. According to the project's website: 'Rickshaw Circus is a group of Social Circus practitioners and associated supporters, with partner organizations in Germany, Canada and Turkey. The general aim is to support circus arts as a therapeutic tool and to work with children and youth affected by war, natural disasters and other forms of trauma.' EPA/S. SABAWOON
ছবি: picture-alliance/dpa

আদনান গত ১১ তারিখে রিকশা নিয়ে কাবুল থেকে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন৷ এসময় তাঁকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে চলতে হয়েছে৷ অবশ্য এজন্য পুলিশের সহায়তা নিয়েছেন তিনি৷ আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সড়ক পাড়ি দিতে রিকশাকে তুলে দিয়েছেন ট্রাকে৷ এভাবে প্রায় সপ্তাহ খানেক চলার পর পাকিস্তান সীমান্তে পৌঁছান আদনান৷ এরপর তিনি পেশওয়ার হয়ে ইসলামাবাদ যাবেন৷ সেখানেই অপেক্ষা করছেন স্মেডিং৷ তিনি বিমানে করে কাবুল থেকে ইসলামাবাদ গেছেন৷

আদনান আর স্মেডিং দুই মাসের মধ্যে পাকিস্তান থেকে ইরান হয়ে তুরস্ক পৌঁছানোর পরিকল্পনা করছেন৷ এসময় তাঁরা বড় বড় শহরে গিয়ে সেখানকার অনাথাশ্রম ও বিভিন্ন শরণার্থী শিবিরে থাকা শিশুদের সঙ্গে দেখা করবেন৷

আদনান বলেন, এমএমসিসি'র জন্য তাঁরা যতটা সম্ভব বেশি বেশি অর্থ জোগাড়ের চেষ্টা করবেন৷

জেডএইচ / ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য