চলচ্চিত্রের সংকট
৮ অক্টোবর ২০১৩আইরিশ এই পরিচালক অতিথি হয়ে যোগ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার পুসানে চলমানরত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে৷ ১০দিন ব্যাপী এই উৎসব চলবে শনিবার পর্যন্ত৷
এক সংবাদ সম্মেলনে শেরিডান বলেন, বক্স অফিস দখলে রাখতে হলিউড পরিচালকরা আজকাল চীন, ভারত, ব্রাজিল ও রাশিয়ার দর্শকদের কথা মাথায় রেখে ছবি নির্মাণ করছেন৷ ফলে ‘‘তাঁরা (পরিচালকরা) ডায়লগভিত্তিক বা কাহিনি নির্ভর ছবি চাইছেন না৷ এসব বিষয়কে তাঁরা টিভিতে পাঠিয়ে দিয়েছেন৷''
চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, বক্স অফিস দখলের প্রতিযোগিতায় চীনা ছবিগুলো দিন দিন এগিয়ে যাচ্ছে৷ এক্ষেত্রে তাদের প্রবৃদ্ধির হার প্রায় ৩০ শতাংশ৷ এভাবে চলতে থাকলে ২০২০ সালের মধ্যে চীন হলিউডকে পিছনে ফেলে দিতে পারে বলে তাঁদের ধারণা৷
তাই তো মার্কিন স্টুডিওগুলো চীনে গিয়ে চীনা অভিনেতা, অভিনেত্রীদের দিয়ে, চীনা দর্শকরা পছন্দ করবেন এমন কাহিনি দিয়ে বেশি বেশি মুভি তৈরি করছেন৷ চলতি বছরের ব্লকবাস্টার মুভি ‘প্যাসিফিক রিম'-এ চীনা অভিনেতা, চীনা লোকেশন সবই আছে৷
৬৪ বছর বয়সি পরিচালক শেরিডান ‘মাই লেফট ফুট' ও ইন দ্য নেম অফ দি ফাদার' নামক ড্রামা নির্ভর দুটি চলচ্চিত্রের জন্য বিখ্যাত৷ তিনি এখন ড্রামাকে প্রাধান্য দিতে টিভির দিকে ঝুঁকছেন বলে জানান৷ একই কথা প্রযোজ্য শেরিডানের আরেক আইরিশ সহকর্মী ও অস্কার বিজয়ী পরিচালক নিল জর্ডানের ক্ষেত্রেও৷ শেরিডানের মতো জর্ডানও এখন পুসানে রয়েছেন৷
জেডএইচ/ডিজি (এএফপি)