সিরিয়ায় ইসরায়েলের উদ্ধার তৎপরতা
২২ জুলাই ২০১৮উদ্ধার হওয়াদের মধ্যে হোয়াইট হেলমেটস সদস্যদের অনেকের পরিবারের সদস্যও রয়েছেন৷ দক্ষিণ-পশ্চিমের বিপজ্জনক সীমান্তবর্তী এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের আর্মি রেডিও৷
ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, ‘কেবলই মানবিক দিক বিবেচনায়' এবং ‘নিশ্চিত প্রাণহানি' এড়াতে মার্কিন যুক্তরাষ্ট্র ও একাধিক ইউরোপীয় দেশের অনুরোধে এই উদ্ধার কাজ চালানো হয়েছে৷
জর্ডান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৮০০ সিরিয়ান নাগরিককে সেদেশে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে, এবং তাঁরা পরবর্তী তিন মাসের মধ্যে ব্রিটেন, জার্মানি ও ক্যানাডায় চলে যাবেন৷
‘‘মানবিক কারণে এই অনুরোধ বিবেচনা করা হয়েছে'', জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহামেদ আল-কায়েদ৷
ক্যানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়ান ফ্রিল্যান্ড জানিয়েছেন, ‘হোয়াইট হেলমেটস ও তাঁদের পরিবারের সদস্যদের রক্ষায়' তাঁর দেশ ব্রিটেন ও জার্মানির সাথে কাজ করছে৷
এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘‘আমরা এই সাহসী ও পরার্থপর মানুষগুলোর প্রতি অন্তর থেকে দায়িত্ব অনুভব করি৷''
এগিয়ে যাচ্ছে আসাদ বাহিনী
রাশিয়া-সমর্থিত সরকারি বাহিনী সিরিয়ার দক্ষিণে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় নতুন করে হামলা জোরদারের পর লক্ষ লক্ষ সিরিয়ান বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন৷
আসাদ বাহিনী কুনাইত্রা প্রদেশের কাছাকাছি চলে আসার পর হোয়াটস হেলমেটসের সদস্যদের সরিয়ে নেয়ার অনুরোধ করা হয় ইসরায়েলকে৷ এই প্রদেশের সাথে ইসরায়েলী দখলে থাকা গোলান হাইটস, জর্ডান এবং লেবাননের সীমান্ত রয়েছে৷ মার্কিন কর্মকর্তাদের আশংকা ছিল, সরকারি বাহিনীর আক্রোশের শিকার হতে পারেন হোয়াইটস হেলমেটসের স্বেচ্ছাসেবীরা৷
আট বছর ধরে চলা গৃহযুদ্ধে এই প্রথম কোনো সিরীয় নাগরিককে নিজেদের সীমান্ত অতিক্রম করতে দিলো ইসরায়েল৷ তবে দেশটির সেনাবাহিনী বলছে, এর ফলে সিরিয়া সংকটে ‘হস্তক্ষেপ না করার নীতি' থেকে সরে আসেনি দেশটি৷
‘‘সিরিয়া সংকটে ইসরায়েল এখনও হস্তক্ষেপ না করার নীতি বজায় রেখে চলেছে৷ পাশাপাশি ইসরায়েল এটাও মনে করে যে, সিরিয়ার মধ্যে ঘটমান সকল ঘটনার জন্য দেশটির সরকারই দায়ী'', এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী৷
স্বেচ্ছাসেবী হোয়াইট হেলমেটস আনুষ্ঠানিকভাবে সিরিয়ান সিভিল ডিফেন্স নামে পরিচিত৷ ২০১৩ সাল থেকে বিদ্রোহি-অধ্যুষিত এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে আসছে সংস্থাটি৷ সরকারি বাহিনীর বিমান হামলার সময় হাজার হাজার বেসামরিক নাগরিকের প্রাণ রক্ষায় ভূমিকা রেখে চলেছে হোয়াইট হেলমেটস৷
এডিকে/ডিজি (এএফপি, এপি, রয়টার্স)