সিরিয়ায় বিদ্রোহীদের উপর রাশিয়ার বিমান হামলা
২৭ অক্টোবর ২০২০রাশিয়ার এই বিমানহানায় অন্ততপক্ষে ৫৬ জন বিদ্রোহী মারা গেছেন। শতাধিক আহত বলে জানিয়েছে যুক্তরাজ্যের সিরিয়ান অবসারভেটারি ফর হিউম্যান রাইটস। রাশিয়ার যুদ্ধবিমানগুলি বিদ্রোহীদের সামরিক প্রশিক্ষণ শিবিরে বোমা ফেলে। এই প্রশিক্ষণ শিবির ইদলিব প্রদেশে এবং তুরস্কের সীমান্তের কাছে। ফয়লাক আল-শাম গোষ্ঠী এই প্রশিক্ষণ শিবির চালাতো।
ইদলিব এখনো বিদ্রোহীদের দখলে। তাদের সাহায্য ও সমর্থন করে তুরস্ক। রাশিয়া আবার সিরিয়ার স্বীকৃত সরকারের পক্ষে। গত মার্চে সিরিয়ার সরকারের সঙ্গে তুরস্কের একটা চুক্তিও হয়েছিল। কিন্তু রাশিয়ার বিমানহানা ও অ্যামেরিকার ড্রোন হানার পর সেই চুক্তি কার্যত অর্থহীন হয়ে পড়ল। সিরিয়ান অবসারভেটারি অফ হিউম্যান রাইটস জানিয়েছে, দিন কয়েক আগেই অ্যামেরিকার ড্রোন হানায় পাঁচজন সাধারণ মানুষ ও ১৭ জন বিদ্রোহী মারা গেছেন।
সিরিয়া সরকারের সেনা ও রাশিয়ার বিমান বাহিনীর যৌথ আঘাতে বিদ্রোহীরা এখন কোণঠাসা। তাঁরা এখন তুরস্কের সীমান্তে ছোট জায়গা অধিকার করে আছে। তুরস্ক এই বছর কয়েক হাজার সেনাকে ওই অঞ্চলে পাঠিয়েছিল। সিরিয়ার সেনাকে রুখতে ও উদ্বাস্তুদের স্রোত বন্ধ করতেই তাঁরা এই ব্যবস্থা নেয়। গত নয় বছর ধরে সিরিয়ার সরকারের সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলছে।
জিএইচ/এসজি(এএফপি, ডিপিএ, রয়টার্স)