1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সিরিয়ায় সেনা পাঠানোর পরিকল্পনা নেই’

১৫ জানুয়ারি ২০১২

সিরিয়ায় আরব সেনা পাঠানোর কোন পরিকল্পনা নেই আরব লিগের৷ জাতিসংঘের মহাসচিব বান কী-মুন সেদেশে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন৷ এদিকে, আন্দোলনকারীদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ৷

https://p.dw.com/p/13k2O
সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন অব্যাহতছবি: Reuters

সেনা পাঠাবে না আরব লিগ

সিরিয়ায় রক্তপাত বন্ধে আরব সেনা পাঠানো যেতে পারে, এমনটা মনে করেন কাতারের আমির শেখ মোহাম্মদ বিন খলিফা আল থানি৷ মার্কিন একটি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি৷ তাঁর এই বক্তব্যে সায় দিয়েছেন আরব লিগের সাবেক মহাসচিব আমর মুসা৷ তিনি বলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রস্তাব৷ তবে, আরব লিগের এক প্রতিনিধি রবিবার জানিয়েছেন, সিরিয়ায় সেনা পাঠানোর বিষয়ে আরব লিগ কোন আনুষ্ঠানিক অনুরোধ কিংবা প্রস্তাব পায়নি৷ এই মুহূর্তে সেদেশে সেনা পাঠানোর কোন ইঙ্গিতও নেই, জানিয়েছে আরব লিগ৷ যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী উইলিয়াম হেগও বলেছেন, সিরিয়ায় সহিংসতা দমনে সামরিক পদক্ষেপ নেওয়ার কোন আশু পরিকল্পনা পশ্চিমা দেশগুলোর নেই৷ লিবিয়ার মত সেদেশের অংশ বিশেষে উড়াল নিষেধাজ্ঞা জারির দিকেও নজর দিচ্ছে না পশ্চিমারা, জানিয়েছেন হেগ৷

UNO General Sekretär Ban Ki-moon
জাতিসংঘের মহাসচিব বান কী-মুনছবি: picture alliance ZUMA Press

জাতিসংঘের অবস্থান

জাতিসংঘের মহাসচিব বান কী-মুন রবিবার জানিয়েছেন, আমি আজকে আবারো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বলছি, সহিংসতা বন্ধ করুন, নিজের দেশের মানুষকে হত্যা বন্ধ করুন৷ দমনপীড়নের পরিনতি অত্যন্ত ভয়াবহ হয়৷ এদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আলা জুঁপে সিরিয়া ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিরবতার সমালোচনা করেছেন৷ তিনি বলেন, নিধনযজ্ঞ অব্যাহত রয়েছে, নিরাপত্তা পরিষদের নিরবতাও অব্যাহত আছে৷ পরিস্থিতি ক্রমশ অসহনীয় হয়ে উঠছে৷ বলাবাহুল্য, সিরিয়ায় গত মার্চ মাস ধরে চলা সরকারবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা পাঁচ হাজার৷ জাতিসংঘের হিসেবে, বাশার সরকার গণতন্ত্রকামী ১৪ হাজারের বেশি মানুষকে আটকে রেখেছে৷

সাধারণ ক্ষমা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সেদেশে গত দশমাসের আন্দোলনের সময় সংগঠিত সকল অপরাধের সঙ্গে সম্পৃক্তদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন৷ সেদেশের সেনাবাহিনী ত্যাগীরা আবার সেনা বাহিনীতে ফিরে আসলে এই ক্ষমার আওতায় পড়বেন৷ একইসঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনকারীকেও সাধারণ ক্ষমা করা হয়েছে, জানিয়েছে সেদেশের রাষ্ট্রীয় সংবাসদসংস্থা সানা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য