সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের এখনই সময় : ট্রাম্প
২০ ডিসেম্বর ২০১৮বুধবার হোয়াইট হাউজ থেকে একটি ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন৷ ভিডিওতে ট্রাম্প বলেন, ‘‘আইসিস-এর বিরুদ্ধে আমরা জয় পেয়েছি৷ তাই সময় হয়েছে আমাদের সেনাদের দেশে ফিরিয়ে আনার৷ সেটা এখনই করা উচিত৷ ''
মার্কিন কর্মকর্তারা বুধবার জানান, ট্রাম্প সিরিয়া থেকে ২ হাজার মার্কিন সেনা প্রত্যাহার করবেন৷ তবে আইএস-এর বিরুদ্ধে বিজয়ের ট্রাম্পের এই আকস্মিক ঘোষণায় তাঁর বিশেষজ্ঞরা পর্যন্ত বিস্মিত হয়েছেন৷ কারণ, তাঁদের বিশ্লেষণ বলছে ভিন্ন কথা৷ এমনকি রিপাবলিকান আইন প্রণেতারাও এই ঘোষণায় মোটেই খুশি হননি৷ এই পদক্ষেপকে তাঁরা বিপজ্জনক বলে উল্লেখ করেছেন৷
২০১৪ সালে সিরিয়ায় বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র৷ সে বছরই স্থলভাগেও হামলা চালায় তারা, পাশাপাশি সিরিয়ার বিদ্রোহীদের আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রশিক্ষণ দেয়৷
টুইটারে যখন আইএস বিরুদ্ধে যুদ্ধ জয়ের ঘোষণা দিয়েছেন ট্রাম্প, ঠিক সেই সময় তাঁর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স পেন্টাগনে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন৷
পরিণতি কী হতে পারে?
মার্কিন সেনা প্রত্যাহারের ফলে কুর্দি যোদ্ধাদের জন্য তুরস্কের সেনাবাহিনী হুমকি হয়ে উঠতে পারে৷ কেননা, আঙ্কারা কুর্দিদের সন্ত্রাসী হিসেবে গণ্য করে৷ কুর্দি যোদ্ধাদের সমর্থন করায় তুরস্ক বরাবরই যুক্তরাষ্ট্রের সমালোচনা করে আসছি৷
তাই ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে তুরস্ক একটা বড় কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ তুরস্ক মার্কিন সেনাদের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন ট্রাম্প৷
এদিকে, ট্রাম্পের এই ঘোষণার পর ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী বৃহস্পতিবার জানিয়েছেন, ‘‘ইসলামিক স্টেটের সদস্যরা দুর্বল হলেও তাদের শক্তি একেবারে শেষ হয়নি৷ যে-কোনcf সময় তারা আবার মাথাচাড়া দিতে পারে৷'' তাই তারা তাদের সেনাদের এখনই প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন তিনি৷
এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)