1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুইজারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টারে সুইডেন

৩ জুলাই ২০১৮

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শেষ ষোলোর খেলায় সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল সুইডেন৷ ৬৬ মিনিটের সময় গোলটি করেন ফোর্সব্যার্গ৷

https://p.dw.com/p/30lBQ
ছবি: Reuters/M. Rossi

তাঁর নেয়া শট সুইস ডিফেন্ডার আকানজির পায়ে লেগে দিক পরিবর্তন করে গোলে ঢুকে যায়৷ ফলে ১৯৯৪ বিশ্বকাপের পর প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো সুইডিশরা৷ সেবার তাঁরা তৃতীয় হয়েছিল৷

প্রথমার্ধে বলের দখলে সুইসরা এগিয়ে থাকলেও সুইডিশরাই গোল করার সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছিল৷ ২৮ মিনিটের সময় ব্যার্গের একটি শট ঠেকাতে সুইস গোলরক্ষক সমারকে তাঁর ডানপাশে পুরো শরীর নিয়ে ডাইভ দিতে হয়েছে৷

খেলার একেবারে শেষের দিকে রেফারি সুইডেনকে একটি পেনাল্টি দিয়েছিলেন৷ ওলসনকে ফাউল করায় লাল কার্ড পেয়েছিলেন সুইজারল্যান্ডের লাঙ৷ তবে পরে ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে রেফারি দেখতে পান ফাউলটি আসলে ডি-বক্সের সামান্য বাইরে করা হয়েছে৷ ফলে পেনাল্টির সিদ্ধান্ত পরিবর্তন করে ফ্রি-কিক দেন তিনি৷ 

পেনাল্টিটি পেলে সুইডিশ অধিনায়ক গ্রানকফিস্ট হয়ত এবারের টুর্নামেন্টে তাঁর তৃতীয় গোলটি পেয়ে যেতেন৷ তবে তা না পেলেও আগত সন্তানের জন্য একটি খুশির বার্তাই নিয়ে এসেছেন তিনি৷ আজই গ্রানকফিস্ট-সোফি দম্পতির দ্বিতীয় সন্তানের জন্ম নেয়ার কথা৷

বিশ্বকাপের বাছাইপর্বে নেদারল্যান্ডস এবং বাছাইপর্বের প্লে-অফে ইটালিকে হারিয়েছিল সুইডেন৷ এরপর বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ খেলায় মেক্সিকোকে হারিয়ে জার্মানির বিদায় নেয়া নিশ্চিত করে সুইডিশরা৷ যদিও জার্মানি দক্ষিণ কোরিয়ার সঙ্গে ২-০ গোলে হেরে নিজেরাই তাদের বিদায়ের জন্য দায়ী৷ কিন্তু যদি সেই ফল উল্টো হতো, তাহলে সুইডেন-মেক্সিকো ফলের উপর নির্ভর করতে হতো বর্তমান চ্যাম্পিয়নদের৷

নেদারল্যান্ডস, ইটালি আর জার্মানির পর সুইডিশরা ফিফা ব়্যাংকিংয়ে ছয় নম্বরে থাকা দল সুইজারল্যান্ডকে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় করে দিল৷ 

শনিবার কোয়ার্টারে সুইডেন খেলবে ইংল্যান্ড ও কলম্বিয়া ম্যাচে বিজয়ীর সঙ্গে৷

জেডএইচ/ডিজি (এপি)