সোমবার সারাদেশে নিহত অন্তত ৫৬
৫ আগস্ট ২০২৪এরমধ্যে ৪৪ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷
এছাড়া চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলে অন্তত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷
হবিগঞ্জে পুলিশের গুলিতে নিহত ৬
হবিগঞ্জের বানিয়াচং থানা ঘেরাও করে আগুন জ্বালিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ লোকজন৷ এতে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন ছয়জন৷ আহত হয়েছেন পুলিশসহ দেড় শতাধিক৷
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানায়, সোমবার দুপুরে বানিয়াচং উপজেলার এল আর সরকারি উচ্চবিদ্যালয়ে অনেক মানুষ সমবেত হয়ে একটি মিছিল নিয়ে বেলা ১টার দিকে উপজেলার নতুন বাজার হয়ে বড় বাজার যায়৷ সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি আরও বাড়লে আন্দোলনকারীরা থানার সামনে দিয়ে যেতে চাইলে স্থানীয় ঈদগা এলাকায় পুলিশ বাধা দেয়৷ এ নিয়ে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি হয়৷ আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে৷ পুলিশের গুলিতে ঘটনাস্থলে তিনজনসহ ছয়জন নিহত হন৷ আহত হন পুলিশসহ দেড় শতাধিক মানুষ৷
উত্তরায় নিহত ১০
সোমবার সন্ধ্যায় উত্তরা পূর্ব থানা ঘেরাও করে রেখেছিল বিক্ষুব্ধ জনতা৷ এসময় সংঘর্ষে ১০জন নিহত হয়েছেন৷
উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, সেখানে ১০ জনের মরদেহ আছে৷ আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক৷
উত্তরার বিভিন্ন হাসপাতালে শতাধিক মানুষ চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে৷
যশোরে নিহত ৮
যশোরের চিত্রা মোড়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন জাবির ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা৷
এই ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন৷
আরআর/জেডএইচ (প্রথম আলো, ডেইলি স্টার, এএফপি)