সৌদি নারীর র্যাপ সং!
২ জুলাই ২০১৮সৌদি নারী র্যাপার লিসা এ৷ নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়ার সিদ্ধান্ত উদযাপন করতে তিনি কাজে লাগিয়েছেন নিজের প্রতিভা৷ গাড়ির চালকের আসনে বসেই গেয়েছেন আরবি র্যাপ সং ‘উই আর ড্রাইভিং'৷
গানটির কথায় শোনা যায় লিসা বলছেন, এখন আর তাঁকে কোথাও যেতে ট্যাক্সি নিতে হয় না, এখন তিনি প্রথমবারের মতো নিজেই গাড়ি চালিয়ে যে কোনো জায়গায় চলে যেতে পারেন৷
মাসখানেক আগে নারীদের গাড়ি চালাতে দেয়ার সিদ্ধান্ত নেয় সৌদি সরকার৷ এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে ২৪ জুন৷
লিসা অবশ্য নারীদের গাড়িচালনায় সতর্কও থাকার উপদেশ দিয়েছেন৷ অতিরিক্ত উত্তেজনা যেন কোনো বিপদ ডেকে না আনে, সে ব্যাপারেও পরামর্শ দিয়েছেন তিনি৷ গাড়ি চালানোর সব নিয়মকানুন, বিশেষ করে সবসময় সিট বেল্ট পরার ওপরও জোর দিয়েছেন লিসা৷
গান গাওয়ার সময় গাড়ির সানরুফ দিয়ে মাথা বের করে তালে তালে শরীর দুলাতেও দেখা গেছে লিসাকে৷
নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এই র্যাপ গানের ভিডিওটি দেখা হয়েছে ১৩ লাখ বার৷ ইউটিবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার হয়েছে৷
সৌদি নারীদের গাড়ি চালানোর সংবাদ প্রচার করতে গিয়ে কিছুদিন আগেই নারী টেলিভিশন উপস্থাপক শিরীন আল-রিফাইয়িকে সমালোচনার মুখে পড়তে হয়েছে৷
সৌদি নারীদের ঐতিহ্যবাহী পোশাক আবায়া পরে থাকলেও তার নীচ দিয়ে ট্রাউজার ও টপ দেখা যাচ্ছিল৷ সৌদি ‘জেনারেল কমিশন ফর অডিওভিজ্যুয়াল মিডিয়া' এই পোশাককে ‘অভব্য' বলে আখ্যা দিয়েছে৷ কমিশনের এক টুইটে এই বিষয়ে তদন্তের কথাও জানানো হয়েছে৷
স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে, এরই মধ্যে দেশ ছেড়ে পালাতে হয়েছে এই সৌদি নারী উপস্থাপককে৷
এডিকে/এসিবি