সৌদি আরবে নারীর ক্ষমতায়ন
২৭ ফেব্রুয়ারি ২০১৮তামাদার বিনতে ইউসেফ আল-রামাহকে শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে৷ রক্ষণশীল দেশটিতে সরকারের এমন উঁচু পদে একজন নারীর নিয়োগ বিরল ঘটনা৷ তবে এই সিদ্ধান্তকে দেশটিতে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে৷ চলতি বছরেই সেখানে নারীদের গাড়ি চালানো শুরু করার কথা রয়েছে৷
সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি' বা এসপিএ রাজকীয় অধ্যাদেশগুলো প্রকাশ করেছে৷ এতে দেখা যাচ্ছে, দেশটির সেনাবাহিনীর চিফ অফ স্টাফ পদে পরিবর্তন আনা হয়েছে৷ সেখানে জেনারেল আব্দুল রহমান বিন সালেহ আল-বুনিয়ানের জায়গায় জেনারেল ফায়াদ বিন হামিদ আল-রাওয়াইলিকে নিয়োগ দেয়া হয়েছে৷ জেনারেল আল-রাওয়াইলি একসময় রয়েল সৌদি এয়ারফোর্সের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ আর সাবেক চিফ অফ স্টাফ জেনারেল আল-বুনিয়ানকে রয়েল কোর্টের উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে৷
এছাড়া প্রশাসনের তরুণ কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেমন উপমন্ত্রী, রাজ্যের ডেপুটি গভর্নর, রয়েল কোর্টের উপদেষ্টা, ইত্যাদি পদে নিয়োগ দেয়া হয়েছে৷
৩৯টি রাজকীয় অধ্যাদেশের মাধ্যমে এসব রদবদলের খবর দেয়া হলেও সেখানে কোনো কারণ উল্লেখ করা হয়নি৷
উল্লেখ্য, মোহাম্মেদ বিন সালমান ক্রাউন প্রিন্স হিসেবে দায়িত্ব নেয়ার পর সৌদি আরবে বেশ কিছু পরিবর্তন এনেছেন৷ তিনি নিজে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন৷ ইয়েমেনে সৌদি জোটের নেতৃত্বে যে অভিযান চলছে তার রূপকার হচ্ছেন ক্রাউন প্রিন্স সালমান৷
তবে সেই অভিযানের সঙ্গে সামরিক বাহিনীতে পরিবর্তন আনার বিষয়টি মিলিয়ে দেখা উচিত হবে না বলে মনে করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক বেকা ওয়াসার৷ তিনি ওয়াশিংটনভিত্তিক ব়্যান্ড কর্পোরেশনে কাজ করেন৷ ওয়াসার মনে করছেন, সামরিক বাহিনীতে সংস্কার আনা এবং নতুন পরিকল্পনার কথা শোনা ও বাস্তবায়নে আগ্রহী নেতৃত্ব আনার লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে৷
আরেক বিশ্লেষক রাইস বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো ক্রিস্টিয়ান কোটস উলরিশসেন বলছেন, ক্রাউন প্রিন্স সালমান দেশের নেতৃত্বে নতুন প্রজন্মকে আনতে চাইছেন৷
জেডএইচ/এসিবি (এএফপি, এপি)