1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পিকারের সমঝোতার উদ্যোগে নীতিগতভাবে বিএনপি'র সায়

২৯ মে ২০১২

জাতীয় সংসদের স্পিকার যদি সত্যিকার অর্থেই সমঝোতার উদ্যোগ নেন, তাহলে তাতে সাড়া দেবে প্রধান বিরোধী দল বিএনপি৷ তবে এই সমঝোতার জন্য স্পিকার সরকারের ইঙ্গিত পেয়েছেন কিনা, তা নিশ্চিত করতে হবে৷

https://p.dw.com/p/153vf
ছবি: Reuters

জাতীয় সংসদের বাজেট অধিবেশনের শুরুর দিন রবিবার স্পিকার আব্দুল হামিদ স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে সরকার ও বিরোধী দলের সংলাপে প্রয়োজনে উদ্যোগ নেয়ার কথা বলেন৷ তিনি নিজেই এব্যাপারে মধ্যস্থতা করার আগ্রহ দেখানো৷ বলেন, দুই দলের মধ্যে একটি সমঝোতা প্রয়োজন৷

এর জবাবে আজ ঢাকায় এক প্রতিবাদ সমাবেশে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, স্পিকার যদি সরকারের অনুমতি নিয়ে এই প্রস্তাব দিয়ে থাকেন, তাহলে তাঁরা স্পিকারের প্রস্তাবে সাড়া দেবেন৷ তবে তাঁকে নিশ্চিত করতে হবে, তিনি সরকারের ইঙ্গিতেই কাজ করছেন৷ আর তা হলে প্রয়োজনে তারা সংসদেও যাবেন৷

তবে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, কোনভাবেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এড়িয়ে যাওয়ার উপায় নেই৷

অন্যদিকে ঢাকায় ভিন্ন এক অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি ডেড ইস্যু৷ আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে৷ আর সেই সরকারের প্রধান হবেন শেখ হাসিনা৷ তিনি বলেন, তবে আলোচনার দরজা সব সময়ই খোলা আছে৷ আর অন্তর্বর্তী সরকারে থাকবেন নির্বাচিত সংসদ সদস্যরা৷ বাংলাদেশে অনির্বাচিত ব্যক্তিরা আর ক্ষমতায় যেতে পারবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য