1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক সরকার

২৪ মে ২০১২

বিএনপি যদি সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোন প্রস্তাব দেয়, তাহলে তা বিবেচনা করবে সরকার৷ দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত জানান, এজন্য তারা সংবিধান সংশোধনের জন্যও প্রস্তুত আছেন৷

https://p.dw.com/p/151gB
ছবি: DW

দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার আর কোন উপায় নেই৷ এটি এখন অতীতের বিষয়৷ তবে বিরোধী দল যদি তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোন প্রস্তাব দেয়, তাহলে তা বিবেচনা করবে সরকার৷ এনিয়ে সংসদে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজনে সংবিধান সংশোধনেও তার দল প্রস্তুত বলে জানান সুরঞ্জিত৷

অন্যদিকে বিএনপির নেতা এবং সংসদ সদস্য গ্রেফতারের প্রতিবাদে সংসদ ভবন এলাকায় বিএনপির সংসদীয় দলের এক প্রতিবাদ সভায় বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সংসদের আসছে বাজেট অধিবেশনেই তত্ত্বাবধায়ক সরকারে বিল আনার দাবি জানিয়েছেন৷ তিনি রবিবার বিকেলে সংসদের অধিবেশন শুরুর আগেই বিরোধী সংসদ সদস্যদের মুক্তি দাবি করেন৷

এদিকে বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে সরকার ও বিরোধী দল উভয়ই সংলাপের কথা বলছে৷ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল মনে করেন, এর জন্য আগে ক্ষেত্র তৈরি করতে হবে৷ তিনি ২০০৬ সালে সংলাপের অভিজ্ঞতার আলোকে বলেন, দলের শীর্ষ নেতৃত্বের সদিচ্ছা ছাড়া সংলাপ সফল হয়না৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য