1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পেনের সংকট

১১ জুলাই ২০১২

একদিকে স্পেনের রুগ্ন ব্যাংকিং ক্ষেত্রের জন্য সাহায্য, অন্যদিকে ইউরোগ্রুপ’এর ঘর গোছানোর সিদ্ধান্তের মধ্য দিয়ে ইউরোপীয় অর্থমন্ত্রীরা আপাতত কিছুটা স্থিতিশীলতা আনতে পেরেছেন৷

https://p.dw.com/p/15UvQ
epa03302674 European Commissioner for Monetary Affairs Olli Rehn (L) and Cypriot Finance Minister Vassos Shiarly (R) address a news conference at the end of an EU Ecofin finance ministers council at the European Council headquarters in Brussels, Belgium, 10 July 2012. Eurozone finance ministers agreed to sign off on an aid package, worth up to 100 billion euros (123 billion dollars), on July 20 and grant Madrid a first installment worth 30 billion euros by the end of the month. At an overnight meeting in Brussels they also agreed to give Spain an extra year to cut its budget deficit. EPA/THIERRY ROGE +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

ইউরো এলাকার অর্থমন্ত্রীরা মঙ্গলবার ব্রাসেলসে প্রায় সারা রাত ধরে আলোচনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন৷ প্রথমত স্পেনের রুগ্ন ব্যাংকগুলির সহায়তার খুঁটিনাটি দিকগুলি স্পষ্ট হয়ে গেছে৷ চলতি মাসের শেষেই এই লক্ষ্যে প্রায় ৩,০০০ কোটি ইউরো সংগ্রহ করার কাজ শেষ হবে৷ আগামী ২০শে জুলাই অর্থমন্ত্রীরা আবার ব্রাসেলসে মিলিত হয়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করবেন৷ তার আগে তাঁরা নিজেদের দেশের সরকার ও সংসদের ছাড়পত্র সংগ্রহ করবেন৷

তবে এর বদলে স্পেনের রুগ্ন ব্যাংকগুলিকে কিছু কড়া শর্ত মেনে চলতে হবে৷ তাছাড়া স্পেনের আর্থিক ক্ষেত্রের উপর নজরদারি আরও বাড়াতে হবে৷ শুধু ব্যাংকিং ক্ষেত্র নয়, বর্তমান সংকটের প্রেক্ষিতে স্পেনকে বাজেট ঘাটতি কমানোর জন্য আরও এক বছর সময় দেওয়ার প্রক্রিয়া চলছে৷ অর্থাৎ ঘাটতির মাত্রা ৩ শতাংশে কমিয়ে আনতে ২০১৪ সাল পর্যন্ত সময় পেয়ে স্পেন ঘর সামলানোর কিছুটা সুযোগ পাবে৷ গ্রিসও বাড়তি সময় চেয়েছে৷ আপাতত সেই অনুরোধ খতিয়ে দেখা হয়েছে৷

এমন স্পষ্ট বার্তার ফলে বেশ কয়েক সপ্তাহ পর পুঁজিবাজার অনেকটা স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে৷ বিশেষ করে বন্ড বাজারে স্পেন ও ইটালির অবস্থানের অনেক উন্নতি হয়েছে৷ তার উপর ইউরোপীয় অর্থমন্ত্রীরা বেশ কিছু কাঠামোগত সিদ্ধান্ত নেওয়ায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ যেমন ‘ইউরোগ্রুপ' গোষ্ঠীর প্রধান থেকে যাচ্ছেন লুক্সেমবুর্গ'এর প্রধানমন্ত্রী ও বিচক্ষণ নেতা হিসেবে পরিচিত জঁ ক্লোদ ইয়ুঙ্কার, যদিও তিনি এই দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন৷

তিনি বলেন, ‘‘আমাকে আবার ইউরোগ্রুপ'এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে৷ চুক্তি অনুযায়ী আমার কার্যকালের মেয়াদ আড়াই বছর৷ তবে আমি এই মেয়াদ পূর্ণ করতে চাই না৷ মেয়াদ শেষ হওয়ার অনেক আগে, সম্ভবত চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে আমি পদত্যাগ করবো এবং আমার সতীর্থদের জানিয়ে দেবো৷''

ইয়ুঙ্কার'কে ছাড়া ইউরোগ্রুপ'এর অস্তিত্ব অনেকে কল্পনাই করতে পারে না৷ জার্মান অর্থমন্ত্রী ভল্ফগাং শয়েবলে'কে তাঁর জায়গায় ভাবা হচ্ছিল বটে, কিন্তু ফ্রান্সের সরকারের আপত্তিতে শেষ পর্যন্ত শয়েবলে'কে পিছিয়ে আসতে হয়৷

ইউরোপীয় স্থায়ী জরুরি তহবিল – ইএসএম পরিচালনার দায়িত্ব পাচ্ছেন জার্মানির ক্লাউস রেগলিং৷ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মারিও দ্রাগি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন কাঠামোর মধ্যে ব্যাংকিং ইউনিয়ন সম্পর্কে তিনি বেশ আশাবাদী৷ তবে রাতারাতি নয়, ধাপে ধাপে এই পথে এগোতে হবে৷ দ্রাগির মতে, সবার আগে ব্যাংকিং ব্যবস্থার এক তত্ত্বাবধায়ক কাঠামো প্রয়োজন৷

তবে একটি ঘটনার কারণে এই সব সাফল্যের উপর কিছুটা কালো ছায়া পড়ছে৷ ইউরোপীয় স্থায়ী তহবিল ইএসএম ও বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রাখতে ফিসক্যাল প্যাক্ট – এই দুই গুরুত্বপূর্ণ কাঠামো কার্যকর করার ক্ষেত্রে জার্মানির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ কিন্তু দু'টি বিষয় নিয়েই জার্মানির সাংবিধানিক আদালতে অভিযোগ জানানো হয়েছে৷ শোনা যাচ্ছে, চলতি মাসের শেষে রায় দেবে আদালত৷ অর্থাৎ ততদিন পর্যন্ত দুটি প্রক্রিয়াই থমকে গেল৷ জার্মান অর্থমন্ত্রী ভল্ফগাং শয়েবলে আদালতের কাছে বিষয়টির দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়েছেন৷ অভিযোগকারীদের বক্তব্য, এমন কাঠামো দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে৷ বর্তমান সরকারের সিদ্ধান্তের ফলে ভবিষ্যতের সরকারগুলির কাজকর্মে গণ্ডি টানা হবে৷

এসবি / ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য