1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণমাধ্যমের স্বাধীনতা

৩ মে ২০১২

পৃথিবীর স্বৈরশাসক নিয়ন্ত্রিত দেশগুলোতে গণমাধ্যমের স্বাধীনতা সবচেয়ে বেশি খর্ব হচ্ছে৷ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে-২০১২ উপলক্ষ্যে বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে ‘কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট' বা সিপিজে এই তথ্য দিয়েছে৷

https://p.dw.com/p/14oX5
ছবি: Fotolia/ThorstenSchmitt

অবাধ তথ্য প্রবাহ রোধ সহ গণমাধ্যমের উপর অন্যান্য যাবতীয় কড়াকড়ির ক্ষেত্রে এই সব দেশের স্থান শীর্ষে বলে জানিয়েছে সংস্থাটি৷ সিপিজে জানায়, গণমাধ্যমের উপর সরকারি নিয়ন্ত্রণ এবং সাংবাদিকদের স্বাধীনতা খর্ব করার ক্ষেত্রে পৃথিবীতে এক নম্বর অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ ইরিত্রিয়া৷ এই দেশটিতে বিদেশি সাংবাদিকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ৷

প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার তালিকায় শীর্ষ অবস্থানে থাকা ১০টি দেশের নাম৷ প্রকাশিত এ তালিকায় ইরিত্রিয়ার পরই রয়েছে উত্তর কোরিয়া, সিরিয়া ও ইরানের নাম৷ উজবেকিস্তান, মিয়ানমার, সৌদি আরব, কিউবা ও বেলারুশ এর নাম-ও রয়েছে এই তালিকায়৷

সরকারের নির্দেশে ওয়েবসাইট বন্ধ করে দেয়া, ব্যক্তিমালিকানাধীন বা স্বাধীন সংবাদ মাধ্যমের উপর নিয়ন্ত্রণ, বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন গণমাধ্যমের অনুপস্থিতি, সাংবাদিকদের উপরে বিভিন্ন ধরণের কড়াকড়ি আরোপ – এগুলো সহ আরো বেশ কয়েকটি বিষয়কে বেশ গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করেছে সিপিজে৷ সেই মূল্যায়নের ভিত্তিতেই দশটি দেশের তালিকা তৈরি করেছে প্রতিষ্ঠানটি৷

সাম্প্রতিক সময়ে সিরিয়া ও ইরানের গণমাধ্যমের উপরে দেশগুলোর সরকার মারাত্মক কড়াকড়ি আরোপ করেছে বলেও বিশেষ ভাবে উল্লেখ করেছে সিপিজে৷

প্রতিবেদন: আফরোজা সোমা, (ডিপিএ, এপি)

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য