প্যারিসে হামলা
৯ জানুয়ারি ২০১৫ইসলামিক স্টেট সন্ত্রাস গোষ্ঠী প্যারিস হত্যাকাণ্ডের প্রতি তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছে৷ তাদের দৈনিক অডিও বুলেটিন-এ দলটি শার্লি এব্দো হত্যাকারীদের ‘‘বীর জিহাদি'' বলে অভিহিত করেছে৷ অপরদিকে সোমালিয়ার আল শাবাব জঙ্গিরা সেই হত্যাকাণ্ডকে একটি ‘‘বীরত্বের কাজ'' বলে বর্ণনা করেছে৷ আফ্রিকায় আল কায়েদা সন্ত্রাস গোষ্ঠীর মূল শাখা হল এই আল শাবাব মিলিশিয়া৷ তাদের সরকারি মুখপত্র রেডিও আন্ডালুস-এ বলা হয়েছে, শার্লি এব্দো-র হত্যাকারীরা তাদের কর্মের দ্বারা ‘‘লক্ষ লক্ষ মুসলমানকে সুখি করেছে৷ কিছু ভ্রান্ত মানুষ দাবি করছেন, মতপ্রকাশের স্বাধীনতা আক্রান্ত হয়েছে, কিন্তু ব্যাপারটা তা নয়৷''
ইউরোপ জুড়ে অভিবাসন বিরোধী দল, গোষ্ঠী ও আন্দোলনগুলি এমনিতেই আরো জোরদার হচ্ছিল, শার্লি এব্দো হত্যাকাণ্ডের ফলে তাদের পালে হাওয়া লেগেছে৷ ইসলাম বিদ্বেষের বুদ্ধিবৃত্তিগত কাঠামোর কোনো অভাব ছিল না এবং আজও নেই: সাংবাদিক এরিক জেমুর ‘‘ফ্রান্সের আত্মহত্যা'' শীর্ষক একটি বইতে যুক্তি দিয়েছেন যে, মুসলিম অভিবাসীদের আগমন ফ্রান্সের ধর্মনিরপেক্ষ মূল্যবোধের হানি ঘটিয়েছে৷ এটি ছিল ফ্রান্সে ২০১৪ সালের সেরা প্রবন্ধ৷ ২০১৫ সালের সূচনাতেই যে বইটি প্রকাশিত হওয়া মাত্র সাড়া জাগিয়েছে এবং বিতর্কের সৃষ্টি করেছে, সেটি হল মিশেল উলেবেক-এর ‘‘নতিস্বীকার''৷ উপন্যাসটিতে কল্পনা করা হয়েছে, ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফ্রান্সে জয়ী হয়েছেন এক মুসলিম, যার কল্যাণে দেশে মাদ্রাসা শিক্ষাপদ্ধতি ও পুরুষদের বহুবিবাহ চালু করা হয়েছে এবং মহিলাদের কাজে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে৷
এই বুদ্ধিবৃত্তিসুলভ কল্পনার সঙ্গে জুটেছে জনসাধারণের মধ্যে আইএস-প্রত্যাবর্তিত যোদ্ধাদের ব্যাপারে আতঙ্ক৷ ফ্রান্সের চরম দক্ষিণপন্থি ফ্রঁ নাসিওনাল বা ন্যাশানাল ফ্রন্ট দল যে শুধু সাফল্যের পর সাফল্য পাচ্ছে, শুধু তাই নয়, দলের নেত্রী মারিন ল্য পেন মৃত্যুদণ্ড পুনরায় চালু করার ডাক দিয়েছেন৷ ফ্রান্স এবং অন্যত্র প্রতিশোধমূলক আক্রমণ শুরু হয়ে গেছে: মসজিদ কিংবা কাবাব রেস্তোরাঁর উপর আক্রমণ৷ নেদারল্যান্ডস-এর সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক খেয়ার্ট ভিল্ডার্স মুসলিম অভিবাসীদের নেদারল্যান্ডসে আসা বন্ধ করার ডাক দিয়েছেন এবং বলেছেন: ‘‘পশ্চিমি বিশ্ব আজ যুদ্ধের সম্মুখীন৷ আমাদের ইসলাম কমানো উচিত৷''
শার্লি এব্দো হত্যাকাণ্ডের একদিন পরে ব্রিটেনের এমআইফাইভ গুপ্তচর বিভাগের প্রধান অ্যান্ড্রু পার্কার লন্ডনে সাংবাদিকদের বলেন যে, সিরিয়ার ইসলামপন্থি জঙ্গিরা পশ্চিমি বিশ্বে ‘‘ব্যাপক হত্যাকাণ্ড'' চালানোর পরিকল্পনা করছে এবং সংশ্লিষ্ট দেশগুলির গুপ্তচর বিভাগ হয়তো তাদের বিরত করতে ব্যর্থ হতে পারে৷
এসি/এসবি (এপি, এএফপি, রয়টার্স)